• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদক ছাড়াই অলিম্পিক থেকে বিদায় নিলেন জকোভিচ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১০:৫২ পিএম

পদক ছাড়াই অলিম্পিক থেকে বিদায় নিলেন জকোভিচ

ক্রীড়া ডেস্ক

টোকিও অলিম্পিক যেমন নানা ইতিহাসের সাক্ষী, তেমনি নানা অঘটনের সাক্ষীও এবারের অলিম্পিক আসর। যেমন নোভাক জকোভিচ। ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক হয়েও টোকিও আসর থেকে বিদায় নিলেন শূন্যহাতে। সেমিফাইনালে আলেক্সান্ডার এসভেরেভের কাছে হার মানেন বিশ্বের এক নাম্বার এই টেনিস তারকা।

টোকিওর আরিয়াকে টেনিস পার্কে এসভেরেভের কাছে প্রথম সেটে সহজ জয় পায় জকোভিচ।  - গেমে জিতে ম্যাচে লিড নিয়ে নেন তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান এসভেরেভ।

- গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরান জার্মান তারকা। আর তৃতীয় সেটে জকোভিচকে পাত্তাই দেননি তিনি। দাপটের সঙ্গে - গেমে সেট জয়ের পাশাপাশি ম্যাচ জয়ও নিশ্চিত করেন তিনি।

এসভেরেভের কাছে হেরে স্বর্ণ জয়ের অপেক্ষা বাড়লো জকোভিচের। টানা চার অলিম্পিকস স্বর্ণপদক ছাড়া শেষ করলেন জকোভিচ। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকসে পাওয়া ব্রোঞ্জই তার একমাত্র পদক। ২০১২ লন্ডন অলিম্পিকসের সেমিফাইনাল থেকে বিদায় নেন জকোভিচ। পরের বার রিওর আসরের প্রথম রাউন্ডেই হেরে যান টেনিসের এই আধুনিক গ্রেট।

জেডআই/নির্জন

 

আর্কাইভ