• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

একদিনের জন্য গণপরিবহন চালু

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১০:৩৭ পিএম

একদিনের জন্য গণপরিবহন চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রফতানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে একদিনের জন্য গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। রোববার ( আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত সব গণপরিবহন চলাচল শিথিল করেছে সরকার।

শনিবার (৩১ জুলাই) সরকারি এক তথ্যবিবরণীতে এসব জানানো হয়েছে।

এতে বলা হয়, রফাতানিমুখী শিল্পের শ্রমিক সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, 'গার্মেন্টস শ্রমিকদের কথা চিন্তা করে এখন থেকে রোববার গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত জানিয়েছে সরকার।'

তিনি আরও বলেন, 'আমরা প্রস্তুতি নিচ্ছি। গণপরিবহন চলাচল শুরু হবে।'

সম্রাট/নির্জন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ