• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের তিন শহরে তালেবান, চলছে সংঘর্ষ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১০:৩০ পিএম

আফগানিস্তানের তিন শহরে তালেবান, চলছে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ তিন শহরে প্রবেশ করেছে তালেবান যোদ্ধারা। পরে দেশের সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে তালেবান যোদ্ধাদের।

শনিবার (৩১ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, হেরাত, লশকর গাহ কান্দাহার শহরের কয়েকটি অঞ্চলে ঢুকে পড়েছে তালেবান যোদ্ধারা।

এরই মধ্যে কান্দাহারের লাখ লাখ মানুষ সংঘর্ষ এড়াতে বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

গুল আহমেদ কামিন নামের কান্দাহারের এক সংসদ সদস্য জানান, যেকোনো সময় দক্ষিণাঞ্চলীয় শহরটির দখল নিতে পারে তালেবান।

তিনি বলেন, ‘প্রতিমুহূর্তে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। গত ২০ বছরে শহরের ভেতর এত ভয়াবহ সংঘর্ষ দেখিনি।

কান্দাহারকে নিজেদের অস্থায়ী রাজধানী করতে চাইছে তালেবান। এই শহর দখল তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

গুল আহমেদ আরও বলেন, ‘কান্দাহার তালেবানের নিয়ন্ত্রণে চলে গেলে আশপাশের আরও পাঁচ থেকে ছয়টির মতো প্রদেশ আমরা হারাব।

তিনি বলেন, ‘কান্দাহার শহরের বিভিন্ন জায়গায় মুহূর্তে ছড়িয়ে আছে তালেবান যোদ্ধারা। তারা যদি পুরোপুরি শহরের ভেতরে ঢুকে পড়ে, তাহলে তাদের হটাতে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারবে না আফগান বাহিনী। কারণ এতে শহরের বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহত হবে।

পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত থেকে টোলো নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরটির দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে তালেবান। আফগান বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে।

হেরাতে যুক্তরাষ্ট্রের সেনারা তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমন্দ প্রদেশের রাজধানী লশকর গাহর কেন্দ্রস্থল থেকে দুই কিলোমিটার দূরে তালেবান অবস্থান করছে বলে জানা গেছে।

সেখানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে আফগান বাহিনী।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরে যাওয়ার প্রক্রিয়া শুরুর পর থেকেই দেশটি দখলে মে মাসের শুরু থেকেই তৎপরতা চালায় তালেবান। নিয়ে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিদিনই তাদের সংঘর্ষ বাধছে।

সম্রাট/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ