• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজনীতির ময়দান ছাড়ার ঘোষণা বাবুল সুপ্রিয়র

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১০:২১ পিএম

রাজনীতির ময়দান ছাড়ার ঘোষণা বাবুল সুপ্রিয়র

আন্তর্জাতিক ডেস্ক

মন্ত্রিত্ব হারিয়ে বেশ কিছুদিন ধরেই বেসুর ছিলেন ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। এবার রাজনীতির ময়দান ছাড়ার ঘোষণা দিলেন দেশটির ক্ষমতাসীন দলের এই রাজনীতিবিদ। শনিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে তিনি লিখেন- ‘চললাম। বিদায়!’

২০১৪ সালের নির্বাচনে জিতে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠন করে বিজেপি। সেই সরকারের প্রতিমন্ত্রী হন বাবুল সুপ্রিয়। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও জয়ী হয়ে মন্ত্রিসভায় নিজের আসন ধরে রাখেন এই সঙ্গীতশিল্পী। জুলাই নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় যে রদবদল এনেছেন, সেখানে বাদ পড়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন বাবুল সুপ্রিয়।

এর কয়েক দিনের মাথায় বাবুল সুপ্রিয়র রাজনীতি ছাড়ার ঘোষণা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন সরগরম। কেউ কেউ বলছেন, মন্ত্রিসভার পুনর্গঠনে ঠাঁই না পাওয়ায় তিনি মনঃকষ্টে রাজনীতি ছাড়ছেন। তবে বাবুল সুপ্রিয় বলেছেন, তিনি আর রাজনীতিতে থাকতে চান না। এবার তিনি মন দেবেন সমাজসেবায়। বাবুল সুপ্রিয় বলেছেন, ‘সাত বছর তো ছিলাম। এবার বিদায়ের পালা।

তবে তিনি কথাও বলেছেন, বিজেপি ছাড়লেও অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না। তা ছাড়া অন্য কোনো দল তাকে যোগদানের জন্য আমন্ত্রণ জানায়নি। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘আমি আমার মতো করে বলছি। চললাম।

বাবুল সুপ্রিয় লিখেছেন- ‘আগেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর রাজনীতি নয়, এবার আমি ফিরে যাব। তাই বিদায় রাজনীতি থেকে।বলেছেন, ‘বেশ কিছুদিন তো ছিলাম। তাই তো আজ কিছু মন রাখলাম; কিছু মন ভাঙলাম। তবে নিশ্চিত করে বলছি, আমি অন্য কোনো দলে যোগ দিচ্ছি না।বাবুল সুপ্রিয় সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। আজ অথবা সোমবার তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন।

বাবুল সুপ্রিয় একজন প্রখ্যাত নেপথ্য সঙ্গীতশিল্পী, অভিনেতা, সুরকার সঙ্গীত পরিচালক। তার বয়স এখন ৫০ বছর। ২০১৪ সালে তিনি প্রথম বর্ধমানের আসানসোল আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হন। হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ২০১৯ সালে আবার তিনি একই আসন থেকে সংসদ সদস্য হন। তবে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি তাকে টালিগঞ্জ আসনে বিধায়ক পদে প্রার্থী করে। সেই নির্বাচনে বাবুল সুপ্রিয় হেরে যান।

এরপর তিনি তার আগের সংসদ সদস্য পদ নিয়ে রাজনীতিতে থেকে যান।

জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনর্গঠনের সময় বাদ পড়েন বাবুল সুপ্রিয়। বাদ পড়েন এই রাজ্যের অপর প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীও। এর পরিবর্তে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন চারজন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করে। আর এটাই মনেপ্রাণে মেনে নিতে পারেননি বাবুল সুপ্রিয়। তাই তার দল থেকে এই পদত্যাগের সিদ্ধান্ত বলে মনে করছেন এখানকার রাজনীতিবিদেরা।

জেডআই/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ