• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হেড অব মিডিয়া চেয়ে বাফুফের বিজ্ঞপ্তি

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৯:১৫ পিএম

হেড অব মিডিয়া চেয়ে বাফুফের বিজ্ঞপ্তি

ক্রীড়া ডেস্ক

আহসান আহমেদ অমিত মৃত্যুবরণ করেছেন গত ৩০ জুন। ফলে এক মাস ধরে শূন্য রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়ার পদটি। শূন্য পদ পুরণে বিডি জবসের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে।

গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ অথবা এই সম্পর্কিত বিষয়ে স্নাতকধারী হতে হবে। এর পাশাপাশি গণমাধ্যমে কাজ করার ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ইংরেজিতে সমান দক্ষতা থাকার পাশাপাশি সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট পরিচালনায় দক্ষ হতে হবে। এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা বাফুফের হেড অফ মিডিয়া হিসেবে আবেদন করতে পারেন।

আহসান আহমেদ অমিত কিডনি জটিলতায় ভুগছিলেন। অমিতের অসুস্থতার সময় খালিদ মাহমুদ নওমী মিডিয়া বিভাগ সামলেছেন। বাফুফে মিডিয়া বিভাগে জনবল খুবই কম। ফটোগ্রাফার আব্দুল কাদের কাজ করেন চুক্তিভিত্তিক।

জেডআই/নির্জন

আর্কাইভ