• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ নাইজেরিয়ান ক্রীড়াবিদ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৯:০২ পিএম

ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ নাইজেরিয়ান ক্রীড়াবিদ

ক্রীড়া ডেস্ক

এবারের অলিম্পিক আসরে প্রথমারের মতো ধরা পড়ল ডোপ পাপী। ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠার পর নিষিদ্ধ হরমোন নেয়ার কারণে টোকিও অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়েছেন নাইজেরিয়ান ব্লেসিং ওয়াগবারে। বেইজিং অলিম্পিকের লং জাম্পে রৌপ্যপদক জিতেছিলেন তিনি।

শনিবার (৩১ জুলাই) অ্যাথলেটিকস ইনটেগ্রিটি ইউনিট (এআইইউ) এক বিবৃতিতে ব্লেসিং ওয়াগবারের ডোপ টেস্টে পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছে। টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১১ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে হিট শেষ করেন তিনি।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার স্প্রিন্ট এবং লং জাম্পে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। টোকিও অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪১০০ মিটার রিলেতে ওয়াগবারের অংশ নেয়ার কথা ছিল।

এআইইউ বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ১৯ জুলাই ডোপ টেস্টের জন্য তার নমুনা নেয়া হয়েছিল। সে নমুনার ফলাফলে তার শরীরে নিষিদ্ধ হরমোনের উপস্থিতি পাওয়া গেছে। শনিবার তাকে অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করা হয়েছে।

চলতি টোকিও অলিম্পিকের ব্লেসিং ওয়াগবারে প্রথম অ্যাথলেট যিনি কিনা ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। টোকিও অলিম্পিকে নাইজেরিয়া দলের জন্য এটি বড় দুঃসংবাদ। এর আগে নাইজেরিয়া অ্যাথলেটিকস দলের আরও ১০ জন ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন।

জেডআই/নির্জন

 

আর্কাইভ