• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোমান সানার কাছে হারা নেসপলির পদক জয়

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৬:৫৫ পিএম

রোমান সানার কাছে হারা নেসপলির পদক জয়

ক্রীড়া ডেস্ক

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সরাসরি টোকিও অলিম্পিক গেমসে খেলার সুযোগ অর্জন করেছিলেন দেশসেরা আর্চার রোমান সানা। ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ইতালির মাউরো নেসপলিকে - সেটের বড় ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছিলেন বাংলাদেশের এই তীরন্দাজ। তাতেই মিলেছিল টোকিওতে যাওয়ার সুযোগ।

অলিম্পিক আসরে দেশের হয়ে সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শন করেছেন রোমান সানা। উঠেছিলেন কোয়ার্টার ফাইনালে। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছেন বাংলাদেশের সেরা আর্চার। তবে ২০১৯ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমান সানার কাছে হারা মাউরো নেসপলি কিন্তু এবারের টোকিও গেমসে পদক জিতে নিয়েছেন। পুরুষ এককে রৌপ্যপদক জিতেছেন এই ইতালিয়ান।

বাংলাদেশের সেরা তীরন্দাজের হয়তো আফসোস হতে পারে এই খবরে, তার কাছে হেরে যাওয়া নেসপলি এবারের টোকিও অলিম্পিকে পুরুষ এককে জিতেছেন রুপা।

টোকিও অলিম্পিকে পুরুষ এককের বাছাই পর্বে ৬৬২ স্কোর করে ৬৪ প্রতিপক্ষের মধ্যে ১৭তম হয়েছিলেন রোমান। বাছাই পর্বে নেসপলির অবস্থান ছিল রোমানের অনেক পেছনে। ৬৫৮ স্কোর করে ইতালিয়ান তীরন্দাজ বাছাই পর্বে হয়েছিলেন ২৪তম।

প্রথম রাউন্ডে জিতলেও রোমানের অলিম্পিক যাত্রা থেমেছে দ্বিতীয় রাউন্ডেই। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে হেরেছিলেন - ব্যবধানে। রোমান হারলেও নেসপলি এগিয়েছেন দুর্দান্ত গতিতে। সেমিফাইনালে ইভেন্টের অন্যতম ফেভারিট চীনা তাইপের চি-চুন ত্যাংকে - সেটে হারিয়ে উঠেছিলেন ফাইনালেও।

তবে ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেননি নেসপলি। তাকে - সেটে হারিয়ে এবারের অলিম্পিকে দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন তুরস্কের মেতে গাজোজ।

নেসপলির খবরে মন খারাপ হলেও একই সঙ্গে আশাবাদীও হতে পারেন রোমান। ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাকে হারিয়ে পদক জিতেছিলেন রোমান, সেই নেসপলি অলিম্পিকে পদক জিতে প্রশ্নটা তুলে দিলেন- রোমান কেন নয়? দেশসেরা আর্চার অবশ্য ঘোষণাও দিয়ে রেখেছেন, পরের অলিম্পিকে আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। ২০২৮ অলিম্পিকে জিততে চান স্বর্ণও। হয়তো রোমানকে আত্মবিশ্বাসী করতে পারে নেসপলির এই পদক জয়ের খবর।

জেডআই/এম. জামান

আর্কাইভ