• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় আরও ২১৮ মৃত্যু, কমেছে শনাক্ত

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৬:২৫ পিএম

২৪ ঘণ্টায় আরও ২১৮ মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১৮ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে। একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন হাজার ৩৬৯ জন। তাতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে।

শনিবার (৩১  জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

শুক্রবার (৩০ জুলাই) ২৪ ঘণ্টায় করোনায় ২১২ জনের মৃত্যু এবং একই সময়ে ১৩ হাজার ৮৬২ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ছাড়া গত ২৭ জুলাই দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এটিই দেশে করোনায় এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরটিপিসিআর, জিন এক্সপার্ট ্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৪৯টি সক্রিয় ল্যাবে ৩০ হাজার ৯৮০টি পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ আসে হাজার ৩৬৯টি। সে হিসাবে রোগী শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।

যেখানে গতকাল ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৮৬২টি করোনাভাইরাস পজিটিভ আসার কথা জানানো হয়। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৭৭ শতাংশ।

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৬৭ জন। আর খুলনা বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ৫৫, রাজশাহীতে ২২, বরিশালে ১০, সিলেটে , রংপুরে ১৬ ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।

এক দিনে করোনায় মৃত ২১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৬, বেসরকারি হাসপাতালে ৪৯ জন, বাসায় মারা গেছেন ১৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৩৪ আর নারী ৮৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে একশ বছরের বেশি বয়সী জন, ৯১-১০০ বছর বয়সী জন, ৮১-৯০ বছর বয়সী ১৫ জন, ৭১-৮০ বছর বয়সী ৩৩ জন, ৬১-৭০ বছর বয়সী ৬৬ জন, ৫১৬০ বছর বয়সী ৩৭ জন, ৪১৫০ বছর বয়সী ৩৭ জন, ৩১৪০ জন বছর বয়সী ১৭ জন এবং ২১৩০ বছর বয়সী জন, ১০ বছর বয়সী জন রয়েছেন।

ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ১৭ জন রোগী। নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২, যেখানে এখন পর্যন্ত করোনভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। আর মৃত্যু হয়েছে ২০ হাজার ৬৮৫ জন করোনা রোগীর।

জেডআই/নির্জন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ