• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীর লিগে খেললে আইপিএলের দরজা বন্ধ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৫:৫৭ পিএম

কাশ্মীর লিগে খেললে আইপিএলের দরজা বন্ধ

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) আগামী আগস্ট থেকে শুরু হওয়া ছয় দলের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে খেলতে এরইমধ্যে নাম লিখিয়েছেন অনেক বিদেশি ক্রিকেটার। কিন্তু এই লিগে খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের না খেলতে হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআিই। খেললেই আইপিএলের দরজা বন্ধ হয়ে যাবে তাদের জন্য।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিবস অভিযোগ করেছেন।

কাশ্মীর প্রিমিয়ার লিগে ছয় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন বিভিন্ন দেশের ছয় তারকা ক্রিকেটার। তারা হলেন- শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকারাত্নে দিলশান, দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস, ইংল্যান্ডের ম্যাট প্রায়র, মন্টি প্যানেল, ফিল মাস্টার্ড ওয়াইজ শাহ।

তবে কাশ্মীর লিগে না খেলতে বিসিসিআই থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন হার্শেল গিবস। ভারতের এই হুমকিকে অপ্রয়োজনীয় হাস্যকর বলেও অভিহিত করেন তিনি।

গিবস তার ব্যক্তিগত টুইটারে লিখেন, 'পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ইস্যু টেনে নিয়ে এনে আমাকে কেপিএলে খেলতে না দেয়ার চেষ্টা পুরোপুরি অপ্রয়োজনীয়। তারা আমাকে হুমকিও দিয়েছে, যদি কেপিএলে খেলি তাহলে আমাকে ভারতে ঢুকতে দেয়া হবে না এবং ক্রিকেট নিয়ে কাজ করতে দিবে না। হাস্যকর!'

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও ব্যাপারে মুখ খুলেছেন। বিসিসিআই এর এমন আচরণে হতাশ লতিফ লিখেন, 'বিসিসিআই বিভিন্ন ক্রিকেট বোর্ডকে হুমকি দিচ্ছে তারা যদি সাবেক ক্রিকেটারদের কাশ্মীরে খেলার অনুমতি দেয়, তাহলে তাদের আর ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। গিবস, দিলশান, প্যানেসারসহ অনেকেই কাশ্মীরের লিগে খেলবেন।'

জেডআই/নির্জন

আর্কাইভ