• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ কবে কখন কোথায়

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৫:২২ পিএম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ কবে কখন কোথায়

ক্রীড়া ডেস্ক

দফায় দফায় -মেইল চালাচালি আর কঠিন সব শর্তের বিনিময়ে দুই দিন আগে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। করোনাকালীন নিউ নরমাল সময়ে গেটলক স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচগুলো কবে, কখন কোথায় অনুষ্ঠিত হবে আসুন জেনে নেয়া যাক।

বর্তমানে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টিনে রয়েছেন বাংলাদেশ অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়, কোচিং স্টাফ অফিসিয়ালরা। শনিবার (৩১ জুলাই) তাদের কোয়ারেন্টিন শেষ হচ্ছে। তারপর করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ নিয়ে রোববার হালকা অনুশীলনে নামবে দুই দলের খেলোয়াড়রা। মঙ্গলবার ( আগস্ট) পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজিদের মুখোমুখি হবে টাইগাররা।

সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের প্রতিটি ম্যাচ হবে দিবা-রাত্রীর, শুরু হবে সন্ধ্যা ৬টায়। সূচি অনুযায়ী দুই দলের মাঠের লড়াই শুরু আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে , , আগস্ট। দিনে ম্যাচ।

এক নজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি :

আগস্ট             প্রথম টি-টোয়েন্টি            শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম

আগস্ট             দ্বিতীয় টি-টোয়েন্টি          শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম

আগস্ট            তৃতীয় টি-টোয়েন্টি           শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম

আগস্ট             চতুর্থ টি-টোয়েন্টি             শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম

আগস্ট             পঞ্চম টি-টোয়েন্টি           শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম

জেডআই/নির্জন

আর্কাইভ