• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তুরস্ককে প্রথম স্বর্ণপদক এনে দিলেন গাজোজ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৫:১৫ পিএম

তুরস্ককে প্রথম স্বর্ণপদক এনে দিলেন গাজোজ

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই এগিয়ে চলেছে টোকিও অলিম্পিক গেমস। বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতার নবম দিনে তুরস্ককে স্বর্ণপদক এনে দিলেন মেতে গাজোজ। শনিবার (৩১ জুলাই) আর্চারির রিকার্ভ পুরুষ এককে প্রথমস্থান অধিকার করেছেন এই তুর্কি তিরন্দাজ।

ইউমেনোশিমা ফিল্ডে অনুষ্ঠিত ফাইনালে ইতালির মাউরো নেসপোলিকে - সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতে নিয়েছেন গাজোজ। এই লড়াইয়ের মাধ্যমে টোকিওর আসরে আর্চারি ইভেন্ট শেষ হলো।

পাঁচ পদকের ৪টিতেই সেরা দক্ষিণ কোরিয়া। ২০১৬ রিও অলিম্পিকের আর্চারিতে কোরিয়ানরাই সেরা ছিল। এবার রিকার্ভ এককের মুকুট ধরে রাখার প্রশ্নেও ফেভারিট ছিল কোরিয়া। কিন্তু কিম উজিন কোয়ার্টার-ফাইনালে হেরে যাওয়ায় তাদের পাঁচ পদকের স্বপ্ন গুঁড়িয়ে যায়।

ফাইনালে প্রথম সেট হারের পর দ্বিতীয় সেট ড্র করেন গাজোজ। তৃতীয় সেটটি তিনি জিতে নেন। চতুর্থ সেট ড্র হলে ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। সেখানে ২৯-২৬ ব্যবধানে জিতে বাজিমাত করেন ২২ বছর বয়সী এই আর্চার। রুপা জিতেছেন ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রোমান সানার কাছে হেরে যাওয়া নেসপোলি। ব্রোঞ্জপদক পেয়েছেন জাপানের ফুরুকাওয়া তাকাহারু।

ডেজআই/নির্জন

আর্কাইভ