• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়ের জম্মদিনে স্মারক ডাকটিকিট

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৬:০১ পিএম

জয়ের জম্মদিনে স্মারক ডাকটিকিট

আন্তর্জাতিক ডেস্ক

প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী ডাকটিকিট অবমুক্ত করেন।

মঙ্গলবার সকালে গণভবনে ডাক টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে স্মারক ডাকটিকিট প্রকাশের আয়োজন করা হয়। ওই আয়োজনে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে থাকা তৃতীয় বিশ্বের একটি দেশকে ২০০৮ সালেডিজিটাল বাংলাদেশ’- রূপান্তরের স্বপ্ন দেখান জননেত্রী শেখ হাসিনা। আর বঙ্গবন্ধুকন্যার এই স্বপ্ন বাস্তবায়নে পেছনের কারিগর হিসেবে নিরলস কাজ করে গেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়।

শামীম/এম. জামান

আর্কাইভ