• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্থগিত হলো এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৯:৩৬ পিএম

স্থগিত হলো এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ মৃত্যু বৃদ্ধি পাওয়ায় ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এমন পরিস্থিতিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

শনিবার (২৪ জুলাই) মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর সংক্রান্ত অফিস আদেশ জারি করে। তবে কত দিন পর্যন্ত স্থগিত থাকবে আদেশে তা জানানো হয়নি।

আদেশে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ১৪ জুন থেকে চলমান। ইতোমধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ জনিত সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

জেডআই/এম. জামান

আর্কাইভ