• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাইকোর্টে ৩ ভার্চুয়াল বেঞ্চ গঠন প্রধান বিচারপতির

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৯:১৬ পিএম

হাইকোর্টে ৩ ভার্চুয়াল বেঞ্চ গঠন প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারকাজ পরিচালনার জন্য তিনটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন। রোববার (২৫ জুলাই) থেকে আগস্ট পর্যন্ত এই তিন বেঞ্চ ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করবে। শনিবার (২৪ জুলাই) গত ১২ জুলাই প্রধান বিচারপতির নির্দেশনা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করছি যে, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ২৫ জুলাই থেকে ৩১ জুলাই অবকাশকালীন সময়ে এবং আগস্ট থেকে আগস্ট পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেঞ্চ গঠন করা হলো।

বেঞ্চগুলো হলো- অতি জরুরি সব প্রকার রিট এবং দেওয়ানি মোশন তৎসংক্রান্ত আবেদন গ্রহণ করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফৌজদারি মোশন আবেদন গ্রহণ করবেন বিচারপতি জে বি এম হাসান। কোম্পানি অ্যাডমিরালিটি সংক্রান্ত আবেদন গ্রহণ করবেন বিচারপতি কে এম কামরুল কাদের।

দিকে শনিবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন সময়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ২৬, ২৭ ২৯ জুলাই বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত অতি জরুরি সব প্রকার রিট এবং দেওয়ানি মোশন তৎসংক্রান্ত আবেদন গ্রহণ করবেন। বিচারপতি জে বি এম হাসান ২৬, ২৭ ২৮ জুলাই বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত অতি জরুরি সব প্রকার ফৌজদারি মোশন আবেদন গ্রহণ করবেন। বিচারপতি কে এম কামরুল কাদের ২৬ ২৭ জুলাই বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত অতি জরুরি বিষয়ে কোম্পানি অ্যাডমিরালিটি সংক্রান্ত আবেদন গ্রহণ করবেন।

তিনটি বেঞ্চে আবেদন পাঠানোর জন্য পৃথক -মেইল ঠিকানাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেডআই/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ