• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আ.লীগের উপকমিটি থেকে বাদ হেলেনা জাহাঙ্গীর

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৯:০০ পিএম

আ.লীগের উপকমিটি থেকে বাদ হেলেনা জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজেকে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বাদ পড়লেন হেলেনা জাহাঙ্গীর। সর্বশেষ বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে নাম আসায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

শনিবার (২৪ জুলাই) দলের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বারবার শৃঙ্খলা ভঙ্গ করায় হেলেনা জাহাঙ্গীরের সদস্য পদ আওয়ামী লীগের নারীবিষয়ক উপকমিটি থেকে বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়ে চিঠি প্রস্তুত করতে বলেছি দফতর সম্পাদককে।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘আমি ইতোমধ্যে আমাদের দফতরে জানিয়েছি, তাকে চিঠি দিয়ে দেয়া হয়েছে। আমাদের উপকমিটিতে যেহেতু তিনি নিয়মনীতি ভঙ্গ করেছেন। তিনি কী করছেন আমাদের জানাননি, তার সদস্য পদ আমরা বাতিল করে দিয়েছি।

হেলেনা জাহাঙ্গীর দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালক। জয়যাত্রা গ্রুপের এই কর্ণধার নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন। 

রোটারি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হেলেনা জাহাঙ্গীর পোশাক শিল্পের ব্যবসার সঙ্গে জড়িত। মূলত তার স্বামী প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। হেলেনা জাহাঙ্গীর ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচন করার জন্য গোটা এলাকা পোস্টারে সয়লাব করেছিলেন। সেখান থেকেই মূলত তিনি আলোচনায় আসেন।

কুমিল্লা- আসন থেকে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন তিনি। যদিও তাকে মনোনয়ন দেয়া হয়নি।

সর্বশেষ ফেসবুকেবাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগনামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম ইমনের ফোন নম্বর দিয়ে পদ প্রত্যাশীদের যোগাযোগ করতে বলা হয়। ওই পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা বিদেশি শাখায় সভাপতি সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলেও উল্লেখ করা হয়।

জেডআই/এম. জামান

আর্কাইভ