• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বে এক দিনে করোনায় মৃত্যু ৯ হাজার, শনাক্ত প্রায় ৬ লাখ

প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১১:৫৬ এএম

বিশ্বে এক দিনে করোনায় মৃত্যু ৯ হাজার, শনাক্ত প্রায় ৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের তাণ্ডবলীলা। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১৪১ জন। এই সময়ে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৯৫ হাজার ২৩২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ১৮ হাজার ১০১ জন।

এতে করে বিশ্বে মোট করোনায় শনাক্ত হয়েছেন ১৯ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৪২ হাজার ৭২৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৫২১ জন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।  

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৫ হাজার ৮০৮ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৪০৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। সেখানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১২ লাখ ৫৬ হাজার ৯৩৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ২১ জন। আর এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪ লাখ ৮১৩ জন।

আক্রান্তের তালিকায় তৃতীয় ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৬৯০ জনে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৬ হাজার ১৭৩ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৪৯৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

জেডআই/টিআর/এএমকে
আর্কাইভ