• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টোকিও অলিম্পিকের ৭৯ সংগঠক করোনা পজিটিভ

প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১১:০৬ এএম

টোকিও অলিম্পিকের ৭৯ সংগঠক করোনা পজিটিভ

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসের আতঙ্ক এবং জাপানিদের অনাগ্রহ সত্ত্বেও পর্দা উঠতে যাচ্ছে টোকিও অলিম্পিকের। শুক্রবার (২৩ জুলাই) শুরু হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার। তার আগেই অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা। আয়োজকেরা জানিয়েছে, এখন পর্যন্ত ৭৯ জন সংগঠক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

এর আগে আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো শেষ মুহূর্তে গেমস বাতিল হওয়ার আশঙ্কা করেছিলেন। টোকিও অলিম্পিক আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে গেমসে অংশ নিতে জাপানে আসাদের মধ্যে ৮ জন বুধবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার উদ্বোধন হলেও বুধবার থেকেই শুরু হয়ে গেছে অলিম্পিক গেমসের খেলা। মাঠে নেমেছে আয়োজক দেশ জাপানও। এদিন ছিল সফটবলের ইভেন্ট। এই ইভেন্টে মুখোমুখি হয়েছিল জাপান এবং অস্ট্রেলিয়া। ফুকুশিমার বেসবল স্টেডিয়ামে এই ইভেন্টটির আয়োজন করা হয়।

২০১১ সালের সুনামি আর পরমাণু বিস্ফোরণের সময়ে এই স্টেডিয়াম খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই স্টেডিয়ামেই অলিম্পিক গেমসের শুরু হলো। শুরুতেই সফটবলে ৮-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে জাপান।

২৩ জুলাই শুরু হবে অলিম্পিক গেমস। যেটা চলবে ৮ আগস্ট পর্যন্ত। অবশ্য করোনার কারণে দর্শক উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে ইতোমধ্যে। 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বুধবার জানিয়েছেন, টোকিও অলিম্পিকে করোনা ছড়ানোর সম্ভাবনা ও শঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেয়া যাবে না। তবে তিনি সংক্রমণ রুখতে নানামুখী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার ব্যাপারে জোর দিতে বলেছেন।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় টোকিও শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যেটা ২২ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।

জেডআই/এএমকে
আর্কাইভ