• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তামিম-মুশফিক না থাকায় তরুণদের জন্য সুযোগ

প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১০:৪৮ এএম

তামিম-মুশফিক না থাকায় তরুণদের জন্য সুযোগ

ক্রীড়া ডেস্ক

টেস্ট ও ওয়ানডে সিরিজের দাপুটে জয়ের পর বাংলাদেশ দলের নজর এবার টি-টোয়েন্টি সিরিজে। তবে ২০ ওভারের ফরম্যাটে দলের দুই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে পাচ্ছে না টাইগাররা। দলের তরুণ ক্রিকেটারদের জন্য নিজেকে প্রমাণের সুযোগ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

পারিবারিক কারণে আগেই দেশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। ওয়ানডে সিরিজ খেলে এরই মধ্যে দেশে ফিরেছেন তামিম। তার জায়গায় লিটন দাসের সঙ্গে ইংনিস ওপেন করবেন মোহাম্মদ নাঈম শেখ। বৃহস্পতিবার (২২ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। 

মাহমুদউল্লাহ মনে করেন দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটারের অনুপস্থিতিতে দলকে জেতানোর দায়িত্ব সতীর্থদের। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়েকে হালকাভাবে নিতে রাজি নন রিয়াদ, তার মতে স্বাগতিকদের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে বাংলাদেশের।

টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা অবশ্যই তামিম ও মুশফিককে মিস করব। তারা অবশ্যই আমাদের দলের জন্য অনবদ্য দুইজন খেলোয়াড়। আমি বলব, এটা আমাদের সবার জন্য একটা সুযোগ, বিশেষ করে তরুণদের জন্য। দেশের হয়ে প্রতিটা ম্যাচ জেতার জন্য। দেশের মাটিতে জিম্বাবুয়ে খুব ভালো একটি দল, আমাদের সেরা ক্রিকেট খেলেই ওদেরকে হারাতে হবে।’

বিশ্বকাপের আর বাকি ৪ মাসেরও কম সময়, যে কারণে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও ভাবা হচ্ছে সিরিজটিকে। বিশ্বকাপের আগে ১৬টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ, প্রতিটি ম্যাচকেই গুরুত্বপূর্ণ মনে করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপের পথে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের ১৬টি ম্যাচ খেলার সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়, বর্তমানে থাকাটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই বাকি সিরিজগুলোতে আমাদের নজর রাখতে হবে। এই মুহূর্তে আমরা কেবল মনোযোগ দিচ্ছি কালকের ম্যাচটার ওপর। আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি এবং জয়ী হতে পারি।’

জেডআই/এএমকে
আর্কাইভ