• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীর্ষ দশে ফিরলেন সাকিব

প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১০:২৭ এএম

শীর্ষ দশে ফিরলেন সাকিব

ক্রীড়া ডেস্ক

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে নিজেকে কেন যানি খুঁজে পাচ্ছিলেন না তিনি। কি আন্তর্জাতিক, কি ঘরোয়া টুর্নামেন্ট—কোথাও ছন্দ পাচ্ছিলেন না। অবশেষে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে নিজেকে নতুন করে প্রমাণ করেছেন সাকিব আল হাসান। তার পুরস্কারও পেয়েছেন হাতেনাতেই। আইসিসির সদ্য হালনাগাদ ওয়নডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন সাকিব। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে ৮ উইকেট পেয়েছেন তিনি। দুর্দান্ত এই বোলিং পারফর্মেন্সের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়েও। দীর্ঘদিন পর বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরে এসেছেন তিনি।

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত সর্বশেষ ওডিআই বোলিং র‌্যাংকিংয়ে ৬৫০ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান আট নম্বরে। ৯ ধাপ এগিয়ে তার এ অবস্থান।

ব্যাটিংয়েও তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশি পোস্টার বয়। বর্তমানে তার অবস্থান ২৮ নম্বরে। অন্যদিকে, অলরাউন্ডারের তালিকায় আগে থেকেই শীর্ষস্থান দখল করে আছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের পর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১৬। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নাবীর পয়েন্ট ২৯৪।

তবে র‌্যাংকিংয়ে মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের অবনতি হয়েছে। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কাটার মাস্টার। ৩ উইকেট নিলেও অবস্থার অবনতি হয়েছে। তার বর্তমান অবস্থান ১১তম স্থানে। ৬৯২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন মিরাজ।

বোলিং র‌্যাংকিংয়ে ৭৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ব্যাটিংয়ে ৮৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তানের বাবর আজম।

জেডআই/এএমকে
আর্কাইভ