প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:১৭ পিএম
সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৭০ বছর কারাদণ্ড থেকে জুলাই আন্দোলনের পর মুক্ত বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া উপজেলা রিটানিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
উপজেলা রিটানিং কর্মকর্তা জেবুন নাহার নির্বাচনি আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন।
এর আগে বাড়িতে দোয়া মোনাজাত করেন বিএনপির এই নেতা। পরে নির্বাচনি আচরণ বিধি মেনে পাঁচজনকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেন।
বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমাকে ৭০ বছর কারাদণ্ড দিয়ে কারাগারে মেরে ফেলতে চেয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। কখনো নির্বাচন করতে পারবো ভাবিনি। ছাত্র জনতার আন্দোলনে মুক্তির পর আজ সেটি সম্ভব হয়েছে। আমার দ্বিতীয় জন্ম হয়েছে। কোনো চাঁদাবাজি ধান্দাবাজি আমার দ্বারা হবে না যারা করবে তাদেরও প্রতিহত করা হাবে। মাদক একটি বড় সমস্যা নির্বাচিত হতে পারলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হবে। প্রশাসনকে সাথে নিয়ে মাদকমুক্ত তালা-কলারোয়া গড়ে তোলা হবে। জনগণকে ছেড়ে কখনো যায়নি। সব সময় তাদের পাশে থেকেছি। অতীতে এমপি থাকাকালীন ব্যাপক উন্নয়ন করেছি জয়ের ব্যাপারে আশাবাদী এই নেতা।
এদিকে, জেলার চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৩ জন মনোনয়ন পত্র ক্রয় করেছেন। গতকাল পাঁচ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আজ স্ব স্ব উপজেলা ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন দাখিল কার্যক্রম চলছে।