• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টিকা নিয়ে জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ০৮:৪৪ এএম

টিকা নিয়ে জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের টিকা নেয়ার পর তার পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২১ জুলাই) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। কিন্তু ১৯ জুলাই টিকা নেয়ার পর সামান্য জ্বর এসেছে। তাই অ্যাডভান্স চিকিৎসার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছে।

খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি বলেন, ‘দেশবাসীর কাছ থেকে তিনি দোয়া চেয়েছেন এবং ঈদের দিনে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাছাড়া করোনার এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহ্বান জানিয়েছেন।’

গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য। এক বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপাসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের।

সর্বশেষ গত বছরের কোরবানির ঈদের দিন খালেদা জিয়ার দেখা পেয়েছিলেন দলের নেতারা। এ বছরের রোজার ঈদের সময়ে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিএনপি নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।

টিআর/এএমকে
আর্কাইভ