• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরানে পানির দাবিতে বিক্ষোভে পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত

প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১০:৩৫ পিএম

ইরানে পানির দাবিতে বিক্ষোভে পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে পানির দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বুধবার এ তথ্য জানায় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

গত সপ্তাহে শুরু হওয়া টানা আন্দোলনে শনিবার এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। ইরনার প্রতিবেদনে বলা হয়, খুজেস্তানের বন্দর নগরী মাহশাহারে বিক্ষোভ চলাকালে ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

ইরানের প্রধান তেল উৎপাদনকারী ও অন্যতম সম্পদশালী অঞ্চল খুজেস্তান। তবে অঞ্চলটি প্রায়ই খরার কবলে পড়ে। গত সপ্তাহ থেকে প্রদেশটির বেশ কয়েকটি শহরে পানিসংকট নিরসনে বিক্ষোভ করে আসছে স্থানীয়রা। ভারপ্রাপ্ত কাউন্টি গভর্নর ফেরেদৌন বানদারির বরাত দিয়ে ইরনা জানিয়েছে, ‘মঙ্গলবার রাতে মাহশাহারের তেলেকানি এলাকায় বাড়ির ছাদ থেকে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। ওই সময় এক কর্মকর্তা নিহত হন। আরেক জনের পায়ে গুলি লাগে।’

গত সপ্তাহে পানির দাবিতে সংগঠিত বিক্ষোভের সঙ্গে মঙ্গলবারের গোলাগুলির সম্পৃক্ততা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি বানদারি।

ইরানের সংস্কারপন্থি পত্রিকা আরমান-ই-মেলির প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়, ‘খুজেস্তানের মানুষ রাতে বিক্ষোভ অব্যাহত রেখেছে। পানিসংকটের কারণে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ক্ষোভ দানা বেধে গত সপ্তাহে তা ফেটে পড়ে।’ প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘খুজেস্তানের সাহসী মানুষ শুধু পানিই চায়। আর কিছুই নয়।’

ইরানের আরেক সংস্কারপন্থি পত্রিকা ইতিমাদের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতের দিকে খুজেস্তানের রাজধানী আহভাজে ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়। আর প্রদেশটির শাদেগান শহরে সংযোগ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ‘সুযোগসন্ধানী ও দাঙ্গাবাজদের’ গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়।

শামীম/নির্জন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ