• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অলিম্পিকে নিষিদ্ধ হচ্ছেন অস্ট্রেলিয় ক্রীড়াবিদ

প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০৩:৪৫ পিএম

অলিম্পিকে নিষিদ্ধ হচ্ছেন অস্ট্রেলিয় ক্রীড়াবিদ

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসের আতঙ্ক এবং জাপানিদের অনাগ্রহ সত্ত্বেও পর্দা উঠতে যাচ্ছে টোকিও অলিম্পিকের। আগামী ২৩ জুলাই শুরু হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার। তার আগেই জৈব সুরক্ষা বলয় ভেদ করে অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা। ফলে একেবারে শেষ মুহূর্তে অলিম্পিক গেমস বাতিল হওয়ার আশঙ্কা করছেন আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো। এমন অবস্থার মধ্যেই দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া।

দেশটির হর্স রেস দলের এক সদস্যকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বুধবার  (২১ জুলাই) এমনটাই জানানো হয়েছে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে। মাদক সেবনের জন্য তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

হর্স রেসার জেমি কেরমন্ডের থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার ফলাফল পজিটিভ এসেছে বলে জানা গেছে। ২৬ জুন পরীক্ষা করা হয়েছিল তার। টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না জেমি। তবে তিনি চাইলে ফের তার নমুনা পরীক্ষা করাতে পারেন।

প্রথম বারের জন্য অলিম্পিকে নামার কথা ছিল ৩৬ বছরের জেমি। অস্ট্রেলিয়ার দলের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে তাকে। সিদ্ধান্ত ফের পুনর্বিবেচনা করতে পারে নির্বাচকমণ্ডলী।

জেডআই/এএমকে

আর্কাইভ