• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ যেন বিষাদে পরিণত না হয় : স্বাস্থ্য অধিদফতর

প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০৩:৩০ পিএম

ঈদ যেন বিষাদে পরিণত না হয় : স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. বি এম খুরশিদ আলম। সময়  করোনা সংক্রমণের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের আনন্দ যেন বেদনায় পরিণত না হয়। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (২১ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অসংখ্য মানুষ গ্রামে গেছেন। সবাই সুস্থতার সঙ্গে ঈদ উদযাপন করুন। তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়।

তিনি আরও বলেন, দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালের শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই। সবাইকেই সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরতে হবে।

ত্যাগের মহিমায় সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে আজ। পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ আর পাপমোচনের আশা করছেন ধর্মপ্রাণ মানুষ। তাদের প্রার্থনায় দূর হোক মহামারি, উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

করোনা মহামারি থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেন নামাজে। লম্বা লাইন ধরে দাঁড়িয়ে হাজারও মানুষ। দেশের প্রধান মসজিদ বায়তুল মোকাররমে ঈদ নামাজে অংশ নিতে মানুষের লম্বা লাইন বলে দিচ্ছে, মহামারি থামাতে পারেনি ঈদের উচ্ছ্বাস। তবে ছিল স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। মাস্ক ছাড়া প্রবেশ করতে দেয়া হয়নি কাউকেই। বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনেই অংশ নিয়েছেন নামাজে। যারা মাস্ক আনেননি, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছে মাস্ক সরবরাহ করেছে।

রাজধানীর মতো সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা।

ইফাত/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ