• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোরবানির দিন সকালেই আহত শতাধিক

প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০১:০১ পিএম

কোরবানির দিন সকালেই আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরবানি দিতে গিয়ে রাজধানীসহ আশপাশের জেলার প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। আহত ওইসব ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢামেকে এই দৃশ্য দেখা যায়।

অসচেতনতার কারণে প্রতিবছরই কোরবানি দেয়ার সময় অনেকে আহত হন।

বছরও তার ব্যতিক্রম হয়নি। আহতদের মাঝে চাকু দিয়ে কারও হাত,কারও পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। আবার অনেকে আহত হয়েছেন গরুর শিংয়ের আঘাত পেয়ে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় শতাধিক লোক কোরবানি দেয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দিনভর সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকেলের পরে আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। পর্যন্ত আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানানসকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশপাশে এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে। কারও হাত, কারও পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। তবে এখন পর্যন্ত আহত হয়ে যারা আসছেন কেউই গুরুতর নয়।

ইফাত/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ