প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:০৩ পিএম
রমজান মাসের আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, এলপিজির বাজারে ভারসাম্য আনতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারিভাবে পরিকল্পনা নেয়া হয়েছে। এলপিজির সংকট সমাধানে করে গ্রাহকরা যেন সহনীয় দামে পায়, সেজন্য সব চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, এরইমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) আমদানির অনুমতি দেয়া হয়েছে। সাপ্লাই কমিয়ে দিয়ে নির্বাচনের আগে সরকারকে বেকায়দায় ফেলার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন উপদেষ্টা।
এলপিজি আমদানিকারক ব্যবসায়ীরা জানান, ইরান থেকে দেশে এলপিজি আসতো। বর্তমানের ইরানের এলপিজি বহনকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার কথা তারা জানিয়েছে।