প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:২১ পিএম
দেশে ফিরে প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন মাকে (খালেদা জিয়া) দখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর দলীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার পর সংবর্ধনায় যোগ দিয়ে পরে মায়ের সঙ্গে তিনি দেখা করতে যাবেন এমনটা শোনা গেলেও বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কমিটির এ আহ্বায়ক বলেন, বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য পথিমধ্যে ৩০০ ফুটের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। তারেক রহমানের সংবর্ধনায় তিনি ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না।
সালাউদ্দিন বলেন, দেশে ফেরার পরদিন শুক্রবার বাদ জুমা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। এরপর শনিবার জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সালাহউদ্দিন আরও বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।