• ঢাকা শনিবার
    ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

দেশের বহু মানুষ যাকাত দেন না, তাদের ঈমান নেই: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০২:০৪ পিএম

দেশের বহু মানুষ যাকাত দেন না, তাদের ঈমান নেই: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বহু মানুষ যাকাত দেন না, এতে করে তাদের ঈমান নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। তিনি বলেছেন, একেবারে কোরআন ও হাদিস টেনেটস অফ ইসলাম অনুসারে যারা যাকাত দেন না ও মানেন না তারা বিশ্বাসী নয়, তেমনি মোনাফেক। আর যারা দেন তারা পাক্কা ঈমানদার।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারের পক্ষে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা যাকাত বোর্ড আছে। আমরা এটাকেও বেশি প্রস্তুত করতে পারিনি। কালেকশন করি ১১ কোটি টাকার মতো। তবে আমাদের এখানে স্বচ্ছতা আছে, ট্রান্সপারেন্সি আছে। জেলা প্রশাসকদের মাধ্যমে, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যে এলাকায় যত হয় ৮০ ভাগ টাকা ওখানে বিতরণ করি। ২০ শতাংশ সেন্ট্রালি বিতরণ করি। কিন্তু আমাদের আহরণটা কম। সেই হিসেবে ১০ গুণ বেশি এগিয়ে আছে—সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট।

তিনি আরও বলেন, আমাদের দেশে বহু ধনী ব্যক্তি আছেন, ক্যালকুলেশন করে যাকাত দেন না। তারা একটা থোক বরাদ্দ দেন। কিন্তু এই যাকাত না দিলে কী যে ভয়াবহ শাস্তি আছে, এটা আমরা অনেকেই জানি না। এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে।

যৌনকর্মকে পেশা হিসেবে গ্রহণ করা দুঃখজনক বলে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, দেশে যত যৌনকর্মী আছেন, আমরা তাদেরকে দৌড়াই, মারি। কোনোদিন ভাবিনি তার পেটে ভাত আছে কিনা। কেন অভিজাত এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ঘুরে বেড়ায়? দারিদ্র্যের কারণে। আমরা এই পেশার পরিবর্তন চাই। আমরা তাদেরকে যদি অন্নসংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এই আদিম পেশা থেকে তারা মুক্তি পাবে এবং সেটা যাকাতের মাধ্যমে সম্ভব।

এছাড়াও যাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর অবদান অনিবার্য। রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত হলে দারিদ্র্য বিমোচনে কাজ করবে এই ব্যবস্থা বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ