• ঢাকা সোমবার
    ১৯ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ ১৪৩২

খুলনায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১০:২৯ পিএম

খুলনায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩

খুলনা ব্যুরো

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নগরীর সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। এদের মধ্যে মেহেদী নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দেন।

পুলিশ জানায়, নগরীর সোনাডাঙ্গার বাসিন্দা শাহনাজের বাবা ক্যান্সারে আক্রান্ত শফিকুল ইসলাম চিকিৎসার জন্য কয়েকদিন আগে কয়রা উপজেলা থেকে খুলনায় আসেন। দুপুরে তিন যুবক ঐ বাসায় গিয়ে বলেন, সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছে। এ সময় তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাসার লোকজন কৌশলে পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আর্কাইভ