• ঢাকা মঙ্গলবার
    ১৮ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কার্যক্রম শুরু: প্রসিকিউটর তামিম

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৪২ পিএম

শেখ হাসিনার সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কার্যক্রম শুরু: প্রসিকিউটর তামিম

সিটি নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কার্যক্রম শুরু করেছে প্রসিকিউশন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রসিকিউটর তামিম বলেন, পলাতক আসামিদের সঙ্গে আর ট্রাইব্যুনালের কোনো সম্পর্ক নেই। আগামী ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে অ্যাপিলেট ডিভিশনে আপিল ফাইল করতে পারবেন। সেখানে তারা তাদের বক্তব্য জানাতে পারবেন।

তিনি আরও বলেন, এই রায় তিনটি জায়গায় যাবে—প্রসিকিউশন টিম, উপস্থিত আসামি ও জেলা ম্যাজিস্ট্রেট।

আর্কাইভ