• ঢাকা শুক্রবার
    ২৪ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

ইবিতে বায়োটেকনোলজি বিভাগের পুনর্মিলনীতে উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১১:২৬ পিএম

ইবিতে বায়োটেকনোলজি বিভাগের পুনর্মিলনীতে উচ্ছ্বাসিত শিক্ষক-শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনীর প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রথম দিনের অনুষ্ঠান উপলক্ষে পিঠা উৎসব, গল্পে গল্পে চা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকলের উপস্থিতিতে প্রথম দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানটি বিভাগের তৃতীয় বর্ষের মো. ইউসুফ আলী এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোছা. শাম্মী আক্তারের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম। এছাড়া স্মৃতিচারণ করেন অধ্যাপক ড. মুহাম্মদ রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, প্রাক্তন অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়া সমাপনী বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নাজমুল হুদা।

আয়োজনে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দীর্ঘ সময় পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অত্যন্ত আনন্দিত। এই পুনর্মিলনী বায়োটেক পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করবে—এটাই প্রত্যাশা।’

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নাজমুল হুদা বলেন, ‘পুনর্মিলনীর উদ্দেশ্য বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে আড্ডা দেবে, নিজেদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ক্যাম্পাস জীবনের স্মৃতিময় দিনগুলোকে আবারও ফিরে পাবে। অনুষ্ঠানটি হোক স্মৃতিময়।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ