প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০২:২৭ পিএম
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলতে থাকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন পাঁচ লাখের বেশি মানুষ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (৯ ডিসেম্বর) বলেন, দুই দেশকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অক্টোবর মাসে স্বাক্ষরিত শান্তি–সমঝোতার নির্দেশনা মেনে তাৎক্ষণিকভাবে হামলা বন্ধ করতে হবে।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি প্রয়োজনে দ্রুতই `ফোন করবেন`।
থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়েই একে অপরকে নতুন করে যুদ্ধ শুরুর জন্য দায়ী করছে। থাইল্যান্ড বলছে, তাদের সামরিক পদক্ষেপ ছিল `সীমিত`। আর কম্বোডিয়ার অভিযোগ—থাই বাহিনী ঐতিহাসিক মন্দিরসহ ‘পবিত্র সাংস্কৃতিক স্থাপনা’ লক্ষ্য করে আগ্রাসী হামলা চালিয়েছে।
তিন দিনের সংঘর্ষে কম্বোডিয়ার সাতজন ও থাইল্যান্ডের তিনজন নিহত হয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সীমান্তবর্তী ছয়টি প্রদেশ থেকে ৪ লাখের বেশি মানুষকে ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। অন্যদিকে কম্বোডিয়া জানিয়েছে, তাদের পাঁচটি প্রদেশে অন্তত ১ লাখ মানুষ আশ্রয়ে গেছে।