প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৪৬ পিএম
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে ইসি।
মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ ঘোষণাকে চ্যালেঞ্জ করে একই আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ইসিতে যে আপিল করেছিলেন, আজ শনিবার (১৭ জানুয়ারি) সেটির শুনানি শেষে ইসি এই সিদ্ধান্ত দেন।
ঋণ খেলাপির অভিযোগ এনেই এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোয়নপত্র বাতিলে ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগের পর মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেন।
কিন্তু এখানেও হতাশ হতে হয় ধানের শীষের প্রার্থীকে। তার আবেদন নামঞ্জুর করে ইসি।
বিস্তারিত আসছে...