• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া টিকার দ্বিতীয় ডোজ নেবেন ১৯ আগস্ট

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ০৯:৩৪ পিএম

খালেদা জিয়া টিকার দ্বিতীয় ডোজ নেবেন ১৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহামারি করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খাদেলা জিয়া। আর ১৯ আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন।

সোমবার (১৯ জুলাই) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে তথ্য জানান।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী আগামী এক মাস পর টিকার দ্বিতীয় ডোজের তারিখ নির্ধারণ হওয়ার কথা রয়েছে। আজ যেহেতু ম্যাডাম (খালেদা জিয়া) টিকার প্রথম ডোজ নিয়েছেন। সে অনুযায়ী আগামী ১৯ আগস্ট দ্বিতীয় ডোজের তারিখ হওয়ার কথা রয়েছে।

সোমবার বিকেল ৪টায় ব্যক্তিগত চিকিৎসকদের পরীক্ষা শেষে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা নেন খালেদা জিয়া।  করোনামুক্ত হওয়ার মাস ১৩ দিন পর টিকা নেন বিএনপি চেয়ারপারসন। তিনি মডার্নার টিকা নিয়েছেন। গত জুলাইসুরক্ষাঅ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন তিনি।

গত ১৪ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। প্রথমে বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত মে তার করোনা পরীক্ষায়নেগেটিভআসে। তারপরও শারীরিক সমস্যা থাকায় প্রায় দেড় মাস তাকে হাসপাতালে থাকতে হয়।

সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেয়া হয়। শ্বাসকষ্টের কারণে মাঝে কিছুদিন তাকে সিসিইউতেও রাখা হয়। ৫২ দিনের চিকিৎসা শেষে ১৯ জুন রাতে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।

মামুন/নির্জন

আর্কাইভ