• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকে গ্রাহকের ভিড়

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ০৪:৫৯ পিএম

ব্যাংকে গ্রাহকের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর এক দিন পরেই মুসলমান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদের আগে আজই (সোমবার) ব্যাংক লেনদেনের  শেষ দিন। তাই প্রয়োজনীয় টাকা তুলতে ব্যাংকে ভিড় করছে গ্রাহকেরা।

সোমবার (১৯ জুলাই) সকাল থেকেই রাজধানীর ব্যাংকগুলোতে ভিড় লক্ষ করা যায়। ক্যাশ কাউন্টারে রয়েছে লম্বা লাইন। টাকা জমা দেয়ার চেয়ে উত্তোলনের চাপই বেশি দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন চালানপত্র, ডিপোজিট, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবার বিল জমা দেয়ার লাইনেও ভিড় দেখা গেছে।

বেসরকারি এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজহার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ঈদের আগে আজকে শেষ কর্মদিবস। সকাল থেকেই গ্রাহকের চাপ রয়েছে। স্বাভাবিক দিনের চেয়ে দ্বিগুণ লেনদেন হচ্ছে, এর মধ্যে প্রতিষ্ঠানিক লেনদেনই বেশি।

ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ‘আজকে শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাই বেতন-ভাতা পরিশোধ করার জন্য অনেকে টাকা উত্তোলন করেছে। পাশাপাশি সাধারণ গ্রাহকেরাও প্রয়োজনীয় টাকা তুলেছে। সব মিলিয়ে সকাল থেকেই চাপ রয়েছে।

তিঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের কর্মকর্তা মোহাম্মাদ পারভেজ বলেন, ‘ঈদের আগে শেষ কর্মদিবসে সবসময় গ্রাহকের ভিড় থাকে। জন্য আগে থেকেই আমাদের প্রস্তুতি ছিল। আজকে সকাল থেকে গ্রাহকের ভিড়, তাদের বেশিরভাগই টাকা তুলছে। তবে নগদ টাকার কোনো সংকট নেই। গ্রাহকেরা চাহিদা অনুযায়ী টাকা ইত্তোলন করতে পারছেন। কোনো সমস্যা হচ্ছে না।

মতিঝিল ডাচ্ বাংলা ব্যাংকে টাকা তুলতে আসা রাকিবুল হাসান জানান, ‘পোশাক কারখানায় কাজ করি। আজকে একটি পে-অর্ডার ছিল তুলতে এসেছি। সাড়ে ১২টার দিকে এসেছি এখন ১টা বাজে। এখনো সিরিয়াল আসেনি। আমার আগে আরও ১৩ জন আছে। ভালোই সময় লাগবে মনে হচ্ছে।

মামুন/এএমকে

আর্কাইভ