• ঢাকা মঙ্গলবার
    ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছয় মাসে ৩৫০ কোটি টাকা ভর্তুকি আলেশা মার্টের

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১১:৫৩ পিএম

ছয় মাসে ৩৫০ কোটি টাকা ভর্তুকি আলেশা মার্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাত্রা শুরুর পর গত ছয় মাসে  ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট ভর্তুকি দিয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। এই ভর্তুকি দিয়ে মোটরসাইকেল বিক্রি শুরু করে তারা। তবে অন্য পণ্যে ভর্তুকি দেয়া হয়নি।

রোববার (১৮ জুলাই) আলেশা মার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার  এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন।

ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ে সাম্প্রতিক অস্থিরতা, ব্যাংক ও বিকাশের মাধ্যমে লেনদেন বন্ধ করাসহ আলেশা মার্টের অবস্থান তুলে ধরতে রাজধানীর এক হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি জানান, ভর্তুকি দিয়ে ছাড়ে মোটরসাইকেল বিক্রি ছাড়াও ছয় মাসে অন্য পণ্য বিক্রি করে ১৪০ কোটি টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। ফলে ছয় মাসে মোট ভর্তুকি হয়েছে ২১০ কোটি টাকা। আর পণ্য বিক্রি হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকার।

সংবাদ সম্মেলনে আলেশা মার্টের চেয়ারম্যান বলেন, 'আমরা জানুয়ারিতে আলেশা মার্ট চালু করি। প্রথম মাসে সেভাবে কোনো পণ্য বিক্রি হয়নি। এরপর আমরা ভর্তুকি দিয়ে মোটরসাইকেল বিক্রি শুরু করি। তবে অন্য পণ্যে ভর্তুকি দেয়া হয়নি। এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কোনো পণ্য সরবরাহকারী টাকা পাবেন না। আমরা তো তাদের অগ্রিম ৩৫০ কোটি টাকা দিয়ে রেখেছি। আমাদের বিরুদ্ধে গ্রাহকদেরও কোনো অভিযোগ নেই।'

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে আলেশা মার্ট গড়ে তোলা হয়েছে জানিয়ে মঞ্জুর আলম শিকদার বলেন, 'অন্য ব্যবসায় আমাদের মুনাফা হয়। এখানে লোকসান হয়। সিএসআরের অংশ হিসেবে আলেশা মার্ট এখন চলছে। নিশ্চয়ই কিছু সময় পর এই ব্যবসায়িক মডেলে পরিবর্তন আসবে। পৃথিবীতে কোথাও ই-কমার্সে সিএসআর মডেল নেই। আমরাই প্রথম এই মডেলে ব্যবসা করছি।'

তিনি বলেন, 'আলেশা মার্টে বর্তমানে ৩২ হাজার পণ্য রয়েছে। তবে ছাড় দেয়া হয় শুধু মোটরসাইকেল। অন্য পণ্য নির্দিষ্ট দামে বিক্রি হচ্ছে। আমাজন, আলিবাবাসহ বিশ্বের অনেক ই-কমার্স প্রতিষ্ঠান এভাবে ছাড় দেয়। বছরের পর বছর লোকসান করে। তারা এখন ই-কমার্সে শীর্ষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আলেশা হোল্ডিংয়ের একটি প্রতিষ্ঠান আলেশা মার্ট। হোল্ডিংয়ের ১৯টি প্রতিষ্ঠানের চালু আছে ১১টি। এর মধ্যে মুনাফা করছে চারটি। এসব টাকায় আলেশা মার্টে ভর্তুকি হিসেবে যাচ্ছে।

সম্রাট/ ইফাত
আর্কাইভ