• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনলাইনে ১৫ দিনে ২১৪২ কোটি টাকার গবাদি পশু বিক্রি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৬:১৮ পিএম

অনলাইনে ১৫ দিনে ২১৪২ কোটি টাকার গবাদি পশু বিক্রি

তরিকুল ইসলাম সুমন

করোনার প্রকোপের মধ্যে প্রতিদিন বাড়ছে অনলাইনে কোরবানির পশু বিক্রির সংখ্যা। দেশের ৬৪টি জেলা উপজেলা পর্যায়ে অনলাইনে গবাদি পশু কিনছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রাণিসম্পদ অধিদফতরের মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, দেশের ৮টি বিভাগে ১৭ জুলাই পর্যন্ত গবাদি পশু বিক্রি হয়েছে লাখ ৮৯ হাজার ৮১৯টি। এর মধ্যে গরু মহিষ রয়েছে লাখ ২৩ হাজার ৩৪৯টি, ছাগল ভেড়া ৬৬ হাজার ৪৭০টি। এসব গবাদি পশুর বাণিজ্যিক মূল্য ২১৪২ কোটি ৫৫ লাখ হাজার ১৬৮ টাকা।

অপরদিকে, সারা দেশে অনলাইনে গবাদি পশুর ছবি আপলোড করা হয়েছে ১৭ লাখ ১০ হাজার ৭১৭টি। এর মধ্যে গরু মহিষ ১৪ লাখ হাজার ৩৫৭টি, ছাগল ভেড়া লাখ হাজার ৩৬০টি।

অনলাইনে গবাদি পশু বিক্রি সম্পর্কে প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (..) ডা. দেবাশীষ দাশ জানান, দেশে অনলাইনে বিক্রি বেড়েছে। বিক্রির দিক দিয়ে এগিয়ে আছে চট্টগ্রাম। এই বিভাগে গত ১৬ দিনে লাখ ৪৩ হাজার ১১৬টি গবাদি পশু বিক্রি করা হয়েছে। যার বাণিজ্যিক মূল্য ১০২ কোটি ৫২ লাখ ১৪ হাজার ৯৪৮ টাকা।

ঢাকায় গবাদি পশু বিক্রি হয়েছে, ৪০ হাজার ৫০৬টি যার বাণিজ্যিক মূল্য ৩৮৭ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ২৩২ টাকা।

রাজশাহীতে বিক্রি হয়েছে ৪১ হাজার ২৮১টি গবাদি পশু। যার বাণিজ্যিক মূল্য ২৩৫ কোটি  ৯৩ লাখ ৮২ হাজার ৮৪০ টাকা।

খুলনায় বিক্রি হয়েছে১৬ হাজার ৩০৩টি। যার বাণিজ্যিক মূল্য ১০৩ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ১০০ টাকা।

বরিশালে বিক্রি হয়েছে, হাজার ২৭০টি। যার বাণিজ্যিক মূল্য ১৫ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ৪০০ টাকা।

সিলেটি অনলাইনে গবাদি পশু বিক্রি হয়েছে ৪১ হাজার ১৭৬টি। যার বাণিজ্যিক মূল্য ২০৯ কোটি ২৩ লাখ হাজার ৩৯০ টাকা।

রংপুরে বিক্রি হয়েছে, হাজার ৬০৪টি গবাদি পশু। যার বাণিজ্যিক মূল্য ১৪৬ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকা।

প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক, (উৎপাদন) মো. জহির উদ্দিন মিঞা সিটি নিউজকে বলেন, দেশে বর্তমানে কোরবানি-যোগ্য গবাদি পশুর সংখ্যা প্রায় কোটি ১৯ লাখ ১৬ হাজার। করোনার কারণে আমরা অনলাইনে জোর দিচ্ছি। গত বছর করোনার কারণে কোরবানির পশু কাটার মানুষের সংকট ছিল। অনেকে হাটে গিয়ে গবাদি পশুও কেনেননি। এতে করে কোরবানি কম হয়েছে। এবার আমরা সারা দেশে অনলাইনে বিক্রি এবং স্লোটার হাউসের ওপরে জোর দিচ্ছি। অনলাইনে কোরবানির পশু অর্ডার পেমেন্ট দিলেই গোশত সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা রয়েছে।

প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক (খামার) জিনাত সুলতানা সিটি নিউজকে জানান, আমরা সারা দেশে খমারিদের অনলাইনে পশু বিক্রি এবং স্লোটার হাউসে পশু জবাইকে উৎসাহিত করা হচ্ছে। সারা দেশে স্থানীয় সরকারের ৭৬০টি স্লোটার হাউসে এবার কোরবানি করার ব্যবস্থা করা হয়েছে। আর যাতে করে খামারিদের পশু বিক্রির জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের দৃষ্টি রাখার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। পর্যন্ত  ১৭ লাখ ১০ হাজার ৭১৭টি গবাদি পশুর ছবি তথ্য আপলোড করা হয়েছে। এর মধ্যে গরু মহিষ রয়েছে ১৪ লাখ হাজার ৩৫৭টি, ছাগল ভেড়া রয়েছে লাখ হাজার ৩৬০টি।

তরিকুল/সবুজ/এম. জামান

আর্কাইভ