• ঢাকা শুক্রবার
    ২৮ নভেম্বর, ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

পশ্চিম তীরে আত্মসমর্পণ করতে গিয়ে নিহত ২ ফিলিস্তিনি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৯:৫৩ এএম

পশ্চিম তীরে আত্মসমর্পণ করতে গিয়ে নিহত ২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

দখলকৃত পশ্চিম তীরে আরও দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আত্মসমর্পণ করতে গিয়ে হত্যার শিকার হন তারা।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, জেনিনের একটি ভবন ঘেরাও করে রেখেছে ইসরায়েলি সেনারা। এ সময় দুই ফিলিস্তিনি যুবক ভবন থেকে বের হয়ে মাটিয়ে শুয়ে আত্মসমর্পণ করে। এরপরও ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

নিহত দুই ফিলিস্তিনির নাম মোন্তাসির আব্দুল্লাহ ও ইউসুফ আসাসা।

এক বিবৃতিতে তেল আবিব জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। তবে কেন তাদের গুলি করা হলো, বিবৃতিতে সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

আর্কাইভ