• ঢাকা সোমবার
    ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সাতক্ষীরার খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন উপহার দেবো: কাজী আলাউদ্দীন

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৪৯ পিএম

সাতক্ষীরার খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন উপহার দেবো: কাজী আলাউদ্দীন

সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপি‍‍`র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, আমি ঘুরে ঘুরে দেখেছি আপনাদের দুঃখ দুর্দশাগুলো, দেশের অনেক জায়গায় উন্নয়ন হলেও আশাশুনি উপজেলায় কোন উন্নয়নের ছোয়া পড়িনি। আমি কথা দিয়ে যাচ্ছি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে অবহেলিত আশাশুনি উপজেলায় উন্নয়নের পাশাপাশি খাজরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন তৈরি করবো। আপনাদের অন্যতম সমস্যা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো। আশাশুনি উপজেলার কোন খালে অবৈধ নেটপাটা থাকবে না, সকল খালের দখলমুক্ত করে খাল ও নদী পুনঃখনন করে জলবদ্ধতা নিরসন করে জনভোগান্তি নির্মূল করবো।

এসময় তিনি আরও বলেন, এই অঞ্চলে একটি হাসপাতাল প্রয়োজন ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করবো।

রবিবার (০৭ ডিসেম্বর) বিকালে খাজরা ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় দক্ষিণ গদাইপুর দূর্গা মন্দিরের সভাপতি অসীম কুমার ব্যানার্জীর সভাপতিত্বে ও খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক

মিজানুর রহমানের সঞ্চালনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলাবিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, মহিলা দল নেত্রী মাজিনা ইসলাম প্রমুখ।

জনসভার শেষে বিএনপি‍‍`র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া- মোনাজাত করা হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ