প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:৪৮ পিএম
রাজধানীর মিরপুরের পীরেরবাগে জামায়াতের নারী কর্মীদের হেনস্তার ও হামলার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২১ জানুয়ারি) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন। তারা ব্যবস্থা নেবেন। কিন্তু কোনো ব্যক্তি বা দলের এখতিয়ার নাই মব সৃষ্টি করার। জামায়াত নোংরা মবের নিন্দা জানায় বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেখতে চাই মব যেনো এখানেই শেষ হয়। বলেন, পৃথিবীর মানুষ এখন অনেক সচেতন। মব করে বর্তমানে জনমত প্রভাবিত করার দিন শেষ।
তিনি বলেন, সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য উপস্থাপন করবে এবং দলের অঙ্গীকারগুলো সামনে আনবে। একইসাথে নিজের চরিত্র ও কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। এরপর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে কার ওপর আস্থা রাখবে, সেই সিদ্ধান্ত জনগণের।
জামায়াত আমির বলেন, আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা একটা দুর্নীতি ও দুঃশাসন মুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। ঠিক এই উদ্দেশ্যে দু`টো নির্বাচনে আমরা একসাথে অংশগ্রহণ করবো।
৩শ` আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি অনুরোধ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট পছন্দ মতো প্রতীক ও বাক্সে পৌঁছানোর সুযোগ দিন।