• ঢাকা বৃহস্পতিবার
    ২০ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

খেলাপি ঋণ অবলোপন ও পুনরুদ্ধার কার্যক্রমে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৭:৫৫ পিএম

খেলাপি ঋণ অবলোপন ও পুনরুদ্ধার কার্যক্রমে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

সিটি নিউজ ডেস্ক

খেলাপি ঋণ অবলোপন ও পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এই নির্দেশিকা অনুযায়ী, যেসব ঋণ হিসাব ‘মন্দ’ ও ‘ক্ষতিকর’ হিসেবে শ্রেণিকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা কম বলে বিবেচিত হবে, সেসব ঋণ অবলোপন করা যাবে।

নতুন এই প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাংকগুলো সময়ানুক্রমিক অগ্রাধিকারের ভিত্তিতে মন্দ ও ক্ষতিকর শ্রেণির ঋণ অবলোপন করতে পারবে। তবে ঋণ অবলোপন করার আগে ঋণগ্রহীতাকে বাধ্যতামূলকভাবে অবহিত করতে হবে।

সংশ্লিষ্ট ঋণ হিসাব অবলোপন করার অন্তত ৩০ কার্যদিবস আগে ঋণগ্রহীতাকে লিখিতভাবে নোটিশ দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে মওকুফকৃত ঋণ পুনরুদ্ধারে যুক্ত কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেয়া যেতে পারে। এটি ব্যাংকের নিজস্ব অভ্যন্তরীণ নীতিমালার আওতায় দিতে হবে।

আর্কাইভ