• ঢাকা শনিবার
    ২২ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে নয় লাখ টাকার মালামাল জব্দ

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:২৮ পিএম

সাতক্ষীরা  সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে নয় লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ঔষধ ও আগরবাতি পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিশেষ অভিযানে এসব মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৩৩ ব্যাটালিয়ন। জব্দ করা মালামালের বাজারমূল্য ৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ নভেম্বর ২০২৫) ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। সবগুলো অভিযানে ভারতীয় সীমান্তের বিভিন্ন মেইন পিলার সংলগ্ন এলাকা চিহ্নিত করে বিজিবির বিশেষ আভিযানিক দল অংশ নেয়।

বিজিবির দাবি, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি এলাকায় লক্ষীদাড়ি নামক স্থান থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং কালিয়ানী বিওপি এলাকায় একই ধরনের ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ আটক করা হয়।

তলুইগাছা বিওপির দল নটিজঙ্গল মাঠ এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ উদ্ধার করে।

কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালি এলাকায় কাকডাঙ্গা বিওপির সদস্যরা বড় ধরনের চালান আটক করেন। এখানে ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ ও আগরবাতি পাওয়া যায়। একই দিনে মাদরা বিওপি মাঠপাড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

হিজলদী বিওপির সদস্যরা বড়ালী পোস্ট এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব পণ্য চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল। ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারও উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, উদ্ধার করা মালামাল সাতক্ষীরা কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ