প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:৫২ পিএম
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও নীতিমালা সংস্কারসহ বেশ কিছু দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’। বৈঠক শেষে বিটিআরসির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন মোবাইল ব্যবসায়ীরা।
রোববার (৭ ডিসেম্বর) বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে এ কথা জানান ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’র সভাপতি মো. আসলাম।
তিনি বলেন, আমরা বিটিআরসির চেয়ারম্যান সঙ্গে বৈঠক করে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। আমাদের দাবিগুলো তারা শুনেছে। এখন তারা বৈঠক করে সন্ধ্যা ৬টায় আমাদের তাদের সিদ্ধান্ত জানাবেন। এই সময় পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। তবে তাদের কথায় আমরা আশাহত হয়েছি।