প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১০:২৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে ঘোষণা হবে তা নির্ধারণে রোববার (৭ ডিসেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৬ ডিসেম্বর) সংস্থাটির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে ১০ম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে নির্বাচনের তফসিল ঘোষণাও রাখা হয়েছে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে বলেন, সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম। নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারেনি।
এ নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রোববার কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। এতে তফসিল কবে হবে তা নির্ধারণ হতে পারে।
এর আগে তিনি জানিয়েছিলেন, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট হতে পারে ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে।