প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০১:৩২ পিএম
জাতীয় নির্বাচনে সারা দেশকে লাল, হলুদ, সবুজ তিন ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২৩ নভেম্বর) সকালে কমনওয়েলথ এর ৬ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে।দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে।
এক ঘণ্টা আলোচনার পর সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী তারা।বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ।
তবে তারা প্রতিনিধি দল পাঠাবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।