• ঢাকা মঙ্গলবার
    ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: মে ২, ২০২১, ০২:৩২ পিএম

রাজধানীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপরিবহন চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন শ্রমিকরা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন খুলে দেয়াসহ তিনটি দাবি জানায় তারা।

রোববার (২ মে) সকাল ১০টার পর সায়েদাবাদ বাস টার্মিনালে এই বিক্ষোভ প্রদর্শন করে পরিবহন শ্রমিকরা। ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করে সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটি। 

বিক্ষোভ মিছিলে প্রায় তিন শতাধিক শ্রমিক অংশ নেয়। এ সময় শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। তবে করোনার এই দুঃসময়ে অনেকের মধ্যে স্বাস্থ্যবিধির বিষয়টি উপেক্ষিত ছিল।

রোববার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করেছে। এ ছাড়া ৪ মে সারা দেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করবে তারা। শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-

১. স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা।

২. সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা।

৩. সারা দেশে ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

এদিকে ঈদ সামনে রেখে গণপরিবহন চালু করার বিষয়ে সরকারের চিন্তা-ভাবনার কথা শনিবার (১ মে) জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আন্দোলন কর্মসূচি আহ্বানকারী সংগঠনের নেতারা বলছেন, সরকার শুধুই আশ্বাস দিচ্ছে, বাস্তবায়ন করছে না। ফলে তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

সবুজ/জেএনই/এএমকে
আর্কাইভ