• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
গাজায় যুদ্ধ বন্ধের দাবি

ফ্লোরিডায় তোপের মুখে প্রেসিডেন্ট বাইডেন, বিক্ষোভ শিক্ষার্থীদের

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ১১:৩৫ পিএম

ফ্লোরিডায় তোপের মুখে প্রেসিডেন্ট বাইডেন, বিক্ষোভ শিক্ষার্থীদের

আন্তর্জাতিক ডেস্ক

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল এখন যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মঙ্গলবার (২৩ এপ্রিল) ফ্লোরিডার একটি স্কুল পরিদর্শনের সময় তোপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইদিন ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, মিনেসোটাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একশর বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একশরও বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

গাজায় ইসরাইলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের দাবিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। ধীরে ধীরে এ আন্দোলনে যোগ দেয় ইয়েলসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ওয়াশিংটনের সিয়াটেলের রাস্তায় নেমে আসে হাইস্কুল এবং কলেজের শিক্ষার্থীরা।

এসময় শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার কথা জানান তারা। বিক্ষোভের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ফ্লোরিডার টাম্পায় হিলসবরো কমিউনিটি কলেজে পরিদর্শনের সময় বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে পড়েন তিনি। এমনকি কলেজটিতে বক্তব্য দেয়ার সময় ফিলিস্তিনের পতাকা নেড়ে নিরীহ গাজাবাসীর প্রতি সমর্থনের কথা জানান দেন আন্দোলনকারীরা। 

একইদিন ৩০টির বেশি তাঁবু স্থাপন করে ক্যালিফোর্নিয়ার ইউসি বার্কলি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তবে যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে যাতে বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয় বলে জানান তারা। অন্যদিকে একই অঙ্গরাজ্যে বন্ধ রয়েছে পলিটেকনিক বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় বুধবার (২৪ এপ্রিল) পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

ক্যাম্পাসে তাঁবু স্থাপন করে অবস্থান করেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পাশাপাশি ইসরাইলকে অস্ত্র সহায়তা বন্ধ এবং অন্যান্য সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান তারা।

ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা সঙ্গে প্রকাশ করেছেন নিউইর্য়কের নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগান দেন তারা। তবে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একশর বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ