• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০৩:১০ এএম

অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকীর উত্তরার বাসায় হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার (২ জুলাই) উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন অধ্যাপক ড. রতন সিদ্দিকীর স্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফাহমিদা হক। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস।

ওসি বলেন, ‘অধ্যাপক ড. রতন সিদ্দিকীর উত্তরার বাসায় হামলার অভিযোগে তার স্ত্রী অধ্যাপক ফাহমিদা হক বাদী হয়ে মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করেছেন।’

ডা/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ