• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খিজির খানসহ ১৭ জন পেলেন মার্কিন প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার

প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০২:০১ এএম

খিজির খানসহ ১৭ জন পেলেন মার্কিন প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক মর্যাদা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার (১ জুলাই) পুরস্কারজয়ী হিসেবে ইরাক যুদ্ধে নিহত সেনার বাবা পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খানসহ ১৭ জনের নাম ঘোষণা করেন তিনি। এর মধ্যে তিনজন পেয়েছেন মরণোত্তর পুরস্কার। ৭ জুলাই (বৃহস্পতিবার) হোয়াইট হাউসে এ পুরস্কার প্রদান করা হবে। খবর সিবিএস নিউজের।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম হলো দেশের সর্বোচ্চ বেসামরিক মর্যাদা। যারা যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, মূল্যবোধ কিংবা নিরাপত্তার জন্য দৃষ্টান্তমূলক অবদান রাখেন; বিশ্ব শান্তি কিংবা অন্য তাৎপর্যপূর্ণ সামাজিক, সরকারি বা বেসরকারি প্রচেষ্টায় অবদান রাখেন তাদের এ পুরস্কার দেওয়া হয়।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির অধীন ‘দ্য প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কার চালু করা হয়। এ বছরের পুরস্কারজয়ীরা হলেন—

খিজির খান, সিমোন বাইলেস, সিস্টার সিমোন ক্যাম্পবেল, জুলিয়েটা গার্ক এ, গ্যাব্রিয়েল গিফোর্ডস, ফ্রেড গ্রে, স্টিভ জবস (মরণোত্তর), ফাদার আলেক্সান্ডার কার্লুটসোস, স্যান্ড্রা লিন্ডসে, জন ম্যাককেইন (মরণোত্তর), ডিয়ানে নাশ, মেগান রাপিনোয়ে, অ্যালান সিম্পসন, রিচার্ড ট্রামকা (মরণোত্তর), উইলমা ভাট, জেল ওয়াশিংটন ও আরএ আই ইজঅ্যাগুয়ার।

ডা/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ