• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পয়গম্বর বিতর্কে উত্তাল পাকিস্তানের করাচি

প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০১:৩৬ এএম

পয়গম্বর বিতর্কে উত্তাল পাকিস্তানের করাচি

আন্তর্জাতিক ডেস্ক

পয়গম্বর বিতর্কে উত্তাল পাকিস্তানের করাচি। করাচির এক শপিংমলের ওয়াইফাই ডিভাইসে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত লেখা ভেসে উঠেছিল। এর পরে ক্ষোভে উন্মত্ত একদল লোক স্যামসাং বিলবোর্ডে ভাঙচুর চালায়। আন্তর্জাতিক এ সংস্থার বিরুদ্ধে ধর্মীয় আঘাতের অভিযোগও আনা হয়েছে।
 
পাকিস্তানের সংবাদপত্র ডন সূত্রে খবর, করাচির ওই শপিংমলে সমস্ত ওয়াইফাই ডিভাইস বন্ধ করে দিয়েছে পুলিশ এবং স্যামসাং সংস্থার ২০ কর্মীকে আটক করেছে। যে ডিভাইসে বিতর্কিত লেখাটি দেখা গেছিল সেটিও বাজেয়াপ্ত হয়েছে।
 
এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে স্যামসাং পাকিস্তান। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, সমস্ত ধর্মের প্রতি নিরপেক্ষ অবস্থান তাদের। সমস্ত ধর্ম এবং বিশ্বাসের প্রতি তারা সম্মান প্রদর্শন করে। এই ঘটনায় সংস্থাটি অভ্যন্তরীণ তদন্ত করছে বলেও জানানো হয়েছে। 


ডা/

  
আর্কাইভ