• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাভারে শিক্ষক উৎপল কুমার হত্যা: ছাত্রী বহিষ্কার

প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০৯:৪২ পিএম

সাভারে শিক্ষক উৎপল কুমার হত্যা: ছাত্রী বহিষ্কার

দেশজুড়ে ডেস্ক

ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় গত সপ্তাহে যেই শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রের হাতে শিক্ষক মৃত্যুর ঘটনা ঘটেছে, এক সপ্তাহ বন্ধ থাকার পর সেই শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শনিবার (২ জুলাই) থেকে আবার ক্লাস শুরু হয়েছে। শিক্ষক হত্যার ঘটনায় জড়িত থাকার পাশাপাশি 'প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কলেজ শাখার এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক সাইফুল হাসান জানান, শিক্ষককে আঘাত করায় জড়িত থাকা, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করা, প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করার অভিযোগে ওই ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

হাজী ইউনুছ আলী কলেজ নামের এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়। গত শনিবার ওই প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের একজন ছাত্রের আক্রমণে একজন শিক্ষক নিহত হওয়ার ঘটনায় কদিন ধরে সারা বাংলাদেশে তোলপাড় চলছে।

ওই ঘটনার পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হলেও গত এক সপ্তাহে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল ছিল আশুলিয়ার চিত্রশাইল এলাকা।

স্কুলের প্রধান শিক্ষক সাইফুল হাসান জানান, স্কুলের প্রভাতী ও দিবা শাখার ক্লাস সময় মতো শুরু হয়েছে, তবে শিক্ষার্থী উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে।

পাঁচদিন বন্ধ থাকার পর স্কুল খোলার পর পুলিশের উপস্থিতিতে ক্লাসের কার্যক্রম শুরু হয়। ক্লাস চলাকালীন সময়েও স্কুলের ভেতরে কিছুক্ষণ পর পর পুলিশ টহল দিচ্ছিল বলে নিশ্চিত করেন সাইফুল হাসান।
ডা/এএল

আর্কাইভ