• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের আগে র‌্যাংকিংয়ে সুখবর পেলো আর্জেন্টিনা

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ১১:৩৬ পিএম

বিশ্বকাপের আগে র‌্যাংকিংয়ে সুখবর পেলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

দ্য গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শুরু হতে আর খুব বেশি দিন বাকি নেই। ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। শ্রেষ্ঠত্বের মঞ্চে আর্জেন্টিনাকে অন্যতম ফেবারিট মনে করছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ড লুকা মদ্রিচ। ইতালির বিপক্ষে ফাইনালিসিমাজিতে সেই প্রমাণ দিয়েছে আলবিসেলেস্তেরা। এবার ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।

ফ্রান্সকে পেছনে ফেলে তারা জায়গা করে নিয়েছে সেরা তিনে। এর আগে গত মার্চে প্রকাশিতর‌ র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ছিল চারে।

বৃহস্পতিবার (২৩ জুন) আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে একধাপ উন্নতি করেছে লিওনেল মেসিরা। শীর্ষ স্থান ধরে রেখেছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে অনড় বেলজিয়াম। আর্জেন্টিনা ছাড়াও উন্নতি করেছে স্পেন, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

মার্চের পর দুই মাসের আন্তর্জাতিক বিরতি শেষে চলতি জুনে দুটি ম্যাচ খেলেছেন লিওনেল মেসিরা। প্রথম ম্যাচে তারা ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে জিতে নিয়েছেন ফিনালিসিমার ট্রপি। এরপর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে তারা হারিয়েছে ৫-০ গোলের ব্যবধানে। সবগুলো গোল  এসেছে মেসির পা থেকে। দুই ম্যাচেই আর্জেন্টাইনদের দুর্দান্ত পারফরম্যান্সের সুফল মেলেছে ফিফা র‌্যাকিংয়ে।

আর্জেন্টিনা অবশ্য ফ্রান্স পেছনে ফেলে বিষয়টা এমনও না। বরং কিলিয়ান এমবাপ্পেরা নিজেদের বাজে পারফরম্যান্সের কারণে সেরা তিনের জায়গা হারিয়েছেন। চলতি জুনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা চার ম্যাচ খেলে দুই ম্যাচে হেরেছেন। উয়েফা নেশন্স কাপে তাদেরকে হারিয়েছে র‌্যাংকিংয়ের দশে থাকা ডেনমার্ক ও ১৫তম স্থানে থাকা ক্রোশিয়া। বাকি দুই ম্যাচের ফলাফল ড্র।

আন্তর্জাতিক বিরতি শেষে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়া ও জাপানকে হারিয়ে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে ব্রাজিল। গত ২রা জুন নেইমারদের বিপক্ষে কোরিয়া হেরেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। এর তিন দিন পর এশিয়ার পরাশক্তি জাপানকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

অন্যদিকে দুইয়ে থাকা বেলজিয়াম চার ম্যাচ খেলে দুটিতে পেয়েছে জয়ের দেখা। দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল পোল্যান্ড। প্রথম দেখায় তাদের ৬-১ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ১-০ গোলে। তবে তারা বিধ্বস্ত হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-১ গোলে হেরে। উয়েফা নেশন্স কাপের বাকি ম্যাচটিতে তারা ওয়েলসের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। তাতে পাঁচ পয়েন্ট  কাটা পড়লেও, নিজেদের স্থান হারাতে হয়নি কেভিন ডি ব্রুইনাদের।

এছাড়া সেরা দশে থাকা দেশগুলোর মধ্যে সুখবর পেয়েছে স্পেন, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। ইতালিকে পেছনে ফেলে পেদ্রিরা জায়গা করে নিয়েছেন ছয়ে। আর পর্তুগালকে পেছনে ফেলে আটে ডাচরা। দুই ধাপ এগিয়ে দশে জায়গা করে নিয়েছে ডেনমার্ক। এছাড়া পাঁচে অপরিবর্তিত আছে ইংল্যান্ড।

জেডআই/

আর্কাইভ