• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ট্রেনে গুলি: নিহত ১

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৮:১২ পিএম

যুক্তরাষ্ট্রে ট্রেনে গুলি: নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে থামছে না বন্দুক হামলা। দেশটির বিভিন্ন স্থানে বন্দুক হামলায় নির্বিচারে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষদের।


তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকো শহরের একটি ট্রেনে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।


স্থানীয় সময় বুধবার (২২ জুন) সকালে এ গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম এনবিসি নিউজ।


মার্কিন পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্রান্সিসকো শহরের মুনি ফরেস্ট হিল স্টেশনে একটি ট্রেনে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ট্রেনটি সেখান থেকে কাস্ত্রো স্টেশনের দিকে আগেই ছেড়ে গেছে বলে দেখতে পায় তারা।


পুলিশ জানায়, কর্মকর্তারা কাস্ত্রো স্টেশন থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করেন। একজনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় এবং অন্যজনকে উদ্ধার করে সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহত ওই ব্যক্তি ঝুঁকিমুক্ত বলেও জানিয়েছেন তিনি।


স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, গোলাগুলির পর অভিযুক্ত বন্দুকধারী কাস্ত্রো স্টেশনে ট্রেন থেকে পালিয়ে যায় এবং সে এখনও পলাতক রয়েছে। সংবাদমাধ্যম সান ফ্রান্সিসকো ক্রনিকলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবর্ষণের এই ঘটনাটি এলোমেলো বা এলোপাতাড়ি গুলির কোনো ঘটনা ছিল না।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, গোলাগুলি হওয়ার আগে থেকেই সন্দেহভাজন বন্দুকধারী এবং ভুক্তভোগীদের একজনের মধ্যে বিবাদ ছিল বলে জানা গেছে।


প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র অনেক সহজলভ্য হওয়ায় বন্দুক হামলার ঘটনাও বেশি ঘটে। কদিন আগেই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে প্রাণঘাতী বন্দুক হামলায় ১৯ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ছাড়া নিউ ইয়র্কের বাফেলো, ওকলাহোমার তুলসা শহর ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও সম্প্রতি বন্দুকবাজীর ঘটনা ঘটেছে।


এইচএ/এএল 


আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ