• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোল থেকে স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৬:০১ পিএম

বেনাপোল থেকে স্বর্ণের বার উদ্ধার

দেশজুড়ে ডেস্ক

চট্টগ্রাম-বেনাপোল রুটে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস সোনার বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। যার আনুমানিক দাম এক কোটি টাকা।


বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে বাসটিতে তল্লাশি করে বারগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারীকে আটক করা যায়নি।


৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি চট্টগ্রাম ছেড়ে আসা বেনাপোলগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে করে সোনার চালান পাচারের জন্য নেয়া হচ্ছে। পরে বাসটি তল্লাশি করে সিটের নিচ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।’


তিনি বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বেনাপোলগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে করে সোনার চালান পাচারের জন্য নেয়া হচ্ছে।


‘পরে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে তল্লাশি করে সিটের নিচ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। তবে এর মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।’


এইচএ 


আর্কাইভ