• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৫:৫৭ এএম

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি


রাজবাড়ী সদর উপজেলায় বিদেশী আগ্নেয়াস্ত্রসহ মো. দুল্লা শেখ ওরফে শামিম শেখ(৩৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার সকালে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী পুলিশ প্রশাসন।

গ্রেফতারকৃত মো. দুল্লা শেখ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মাতাইল্লাপাড়া (বর্তমান) ও (স্থায়ী) পাবনার আমিনপুর থানাধীন মিরপুর গ্রামের মৃত আলিমুদ্দিন শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার চরলক্ষীপুর পারভেজের দোকানের পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও চার রাউন্ড পিস্তলের গুলি, একটি পালসার মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্তি পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু, সদর সার্কেল মাঈন উদ্দিন চৌধূরী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। ধৃত আসামী একজন পেশাদার অস্ত্রাধারী সন্ত্রাসী। পূর্বে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও অন্যান্য মামলাসহ পূর্বে আরো ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।  


সাজেদ/
আর্কাইভ