• ঢাকা শনিবার
    ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গায়ের রং কালো, সদ্যোজাতকে গলা টিপে খুন বাবার

প্রকাশিত: জুন ২২, ২০২২, ০৬:৫৬ পিএম

গায়ের রং কালো, সদ্যোজাতকে গলা টিপে খুন বাবার

আন্তর্জাতিক ডেস্ক

পরপর তিন কন্যাসন্তান জন্ম দিলেন ভারতের এক নারী। তৃতীয় সন্তানের গায়ের রং কালো! সদ্যোজাতকে প্রথমবার দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছিল আমিন সর্দার। এরপর সুযোগ বুঝে সদ্যোজাত কন্যার গলা টিপে খুন করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। 

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আমিনের সংসারে ছিলেন তার স্ত্রী ও তিন মেয়ে সন্তান। পরপর দুই কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কয়েক মাস আগে ফের অন্তঃসত্ত্বা হন তার স্ত্রী। ১৯ জুন জন্ম দেন তৃতীয় কন্যা সন্তানের। হাসপাতালে গিয়েই দেখতে পান মেয়ের গায়ের রং কালো। দেখেই রেগে যান আমিন। মঙ্গলবার সদ্যোজাতকে নিয়ে বাড়িতে ফেরেন আমিনের স্ত্রী। ঘরে একরত্তিকে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন তিনি। সেই সুযোগেই ঘরে ঢুকে সদ্যোজাতের গলা টিপে খুন করেন আমিন। 

ঘরে ঢুকে খুদেকে পড়ে থাকতে দেখেই চিৎকার করে ওঠেন আমিনের স্ত্রী। ছুটে আসেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে সদ্যোজাতকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। আমিনের স্ত্রীর বক্তব্য, মেয়ে সন্তান দেখেই মেরে ফেলতে চেয়েছিল সে। শেষ পর্যন্ত আগলে ঘরে নিয়ে আসলেও শেষ রক্ষা করা গেল না।

আরআই/এএল
আর্কাইভ