• ঢাকা বুধবার
    ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ডুবে গেল ঐতিহাসিক ভাসমান জুম্বো রেস্টুরেন্ট

প্রকাশিত: জুন ২১, ২০২২, ০৩:৫০ পিএম

ডুবে গেল ঐতিহাসিক ভাসমান জুম্বো রেস্টুরেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

হংকংয়ের ঐতিহাসিক সম্পত্তি ভাসমান জুম্বো রেস্টুরেন্টটি ডুবে গেছে। গত ৫০ বছর ধরে এটি পরিচালনা করা হয়। কয়েকদিন আগে বন্দর থেকে সরিয়ে নেওয়ার পর এটি ডুবে গেছে। দক্ষিণ চীন সাগরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পর এটি ডুবে গেছে বলে জানিয়েছে এর প্রধান কোম্পানি। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অ্যাবারডেন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ। তবে এ ঘটনায় কোনো ক্রু আহত হয়নি বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

২০২০ সালে করোনা মহামারি বেড়ে গেলে মার্চে রেস্টুরেন্টটি বন্ধ রাখা হয়। প্রায় ৩০ লাখের অধিক অতিথি বছরের পর বছর ধরে এ রেস্টুরেন্টের খাবার খেয়েছেন বলে বিশ্বাস করা হয়। যাদের মধ্যে রয়েছেন রানি এলিজাবেথ, টম ক্রুজ এভং রিচার্ড ব্রানসন। 

ভাসমান এ রেস্টুরেন্টটি বেশ কয়েটি সিনেমায় দেখানো হয়েছিল। জনপ্রিয় বন্ড মুভিটিও এখানে চিত্রায়িত করা হয়। কিন্তু করোনা মহামারিতে এর ব্যবসায়ে ধস নামে। ক্রেতারা এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছে। এর মালিক বলেন, ভ্রমণের আগে ভাসমান রেস্টুরেন্টটি পরিদর্শন করার জন্য মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হয়েছিল এবং তারা সবকিছু দেখভালের পর এটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়।

অ্যাবারডেন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপের কাছে রবিবার (১৯ জুন) এটি ডুবে যায়। সাগরে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর প্রথমে এটিতে পানি উঠতে শুরু করে। তার পরই ডুবে যায়। রেস্টুরেন্টটি পরিচালনার দায়িত্বে থাকা মেলকো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট জানায়, ২০১৩ সাল থেকে কোনো লাভ হচ্ছে না। অনেক অর্থ এর পেছনে গচ্ছা গেছে। 

আরআই/এএল
আর্কাইভ