• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের প্রথম স্টার্টআপ হিসেবে ৪৭ হাজার ডলার বিনিয়োগ পেয়েছে বণিক

প্রকাশিত: জুন ১৮, ২০২২, ১১:১০ পিএম

চট্টগ্রামের প্রথম স্টার্টআপ হিসেবে ৪৭ হাজার ডলার বিনিয়োগ পেয়েছে বণিক

সিটি নিউজ ডেস্ক

চট্টগ্রামের প্রথম স্টার্টআপ হিসেবে সহজে ওয়েব সাইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান বণিক সম্প্রতি ৪৭ হাজার ডলারের বিনিয়োগ পেয়েছে। 


বণিক একটি মোবাইল অ্যাপ যেটি ব্যবহার করে একজন ক্ষুদ্র উদ্যোক্তা তার নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট একটি স্মার্টফোন থেকেই কয়েক মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন। 


বিশিষ্ট এঞ্জেল ইনভেস্টর মোহাম্মদ মাজ বণিকে ৪৭ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। তিনি স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং এর আগে গেইজ, লুপ, মার্কোপোলোসহ আরও অনেক স্টার্টআপে তিনি বিনিয়োগ করেছেন। 


বণিকের প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা সালমান শাফি (সিইও) জানান, কোভিড মহামারীর ফলে ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী ভোক্তাদের কেনাকাটার আচরণে পরিবর্তন এসেছে। ফলে মানুষ এখন আগের চেয়ে বেশি অনলাইনে কেনাকাটা করছে। 


ডিজিটালাইজেশনের কারণে এসএমই খাতে ই-কমার্স বুমের ফলে বণিক এর মতো প্ল্যাটফর্ম এর প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। বণিকের লক্ষ্য বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ই-কমার্সকে সহজ করা, যাতে তারা প্রযুক্তিগত পরিচালনার চিন্তা না করে অনলাইনে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করা, চালানো এবং বিকাশ করতে পারে। 


বণিকের মূল আইডিয়া হল যে কোনো ক্ষুদ্র উদ্যোক্তাকে স্বাধীনভাবে ও সহজে তাদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে সাহায্য করা। বর্তমানে ডিজিটাল যুগে অনলাইনে নিজেদের ব্যাপ্তি রাখার বিকল্প নেই। আর অনলাইন ব্যবসার জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


সম্প্রতি একটি রিপোর্টে এসেছে ৬৭% কাস্টমারদের বিশ্বাস বৃদ্ধি পায় ওয়েবসাইট থাকলে অনলাইনে কেনাকাটার সময়। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা ওয়েবসাইট তৈরিতে শুরুতেই প্রায় পঞ্চাশ হাজার টাকা, কখনও কখনও আরও বেশি খরচের কারণে কিংবা পর্যাপ্ত টেকনিক্যাল নলেজের অভাবে নিজেরা ওয়েবসাইট তৈরি ও ম্যানেজ করতে পারে না। 


এ ছাড়া ব্যবসার পর্যাপ্ত মূলধনের অভাবে নিজস্ব আইটি টিম করাটাও সম্ভব হয়না এমন ক্ষুদ্র ব্যবসায়ীদের। আর যেহেতু বাংলাদেশে অনলাইন ব্যবসায়ীরা বেশিরভাগ স্মার্টফোনেই আজকাল ব্যবসা পরিচালনা করে, তাই বণিক মোবাইল অ্যাপ থেকেই নিজস্ব একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে ও চালাতে সাহায্য করছে।


এইচএ /এএল


আর্কাইভ