• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৬৫ রানে থেমে টাইগার সিবিরে জোসেফের হানা

প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০৪:৫২ পিএম

২৬৫ রানে থেমে টাইগার সিবিরে জোসেফের হানা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ দলকে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। এতে তাদের লিড দাঁড়ায় ১৬২ রানের। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় ও শেষ সেশনের শেষ ঘণ্টায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও ধরে রাখতে পারেননি টাইগাররা। তামিম ইকবালের পর ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫০ রান তুলেছে সফরকারীরা। ক্যারিবীয়দের থেকে এখনও ১১২ রানে পিছিয়ে আছে অধিনায়ক সাকিব আল হাসানের দল। ওপেনার মাহমুদুল হাসান জয় ৬০ বলে ১৮ আর চারে নামা নাজমুল হোসেন শান্ত ২৩ বলে ৮ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করবেন।

মেহেদী হাসান প্রোমোশন পেয়েছিলেন ব্যাটিং অর্ডারে। কিন্তু ব্যাট হাতে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। আবারও ২ করে ফিরেছেন বাংলাদেশ অলরাউন্ডার। জোসেফের দ্বিতীয় শিকার। অথচ বল হাতে মেহেদীকে চিনেছে স্বাগতিকরা। নিয়েছেন ৪ উইকেট।

২ উইকেটে ৯৫ রান নিয়ে দিন শুরু করা ক্যারিবিয়রা তৃতীয় উইকেট হারিয়েছে ১৩৪ রানে। ৩৩ করে ফিরেছেন এনক্রুমাহ বোনার। অধিনায়ক সাকিবের একমাত্র শিকার।
দলের হাল ধরেছিলেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট, সেঞ্চুরির দিকেও এগিয়েছেন। খালেদ আহমেদের প্রথম শিকারে পরিণত হয়ে ৬ রানের আক্ষেপে পুড়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক।

কাইল মেয়ার্সকে দিয়ে শিকার শুরু মেহেদীর, এরপর জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফদের ফিরিয়েছেন। শেষ উইকেটটিও তার। মাঝে খালেদের দ্বিতীয় শিকার ব্ল্যাকউড। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান ক্যারিবিয়ান ব্যাটারের। প্রথম ইনিংসে জোসেফ আর কেমার রোচ ফিরেছেন শূন্যতে।

অ্যান্টিগা টেস্টের বাকি আরও তিন দিন। তৃতীয় দিন ব্যাট হাতে নামবেন জয় ও শান্ত। আপাতত বাংলাদেশ ব্যাটারদের ওপরই ম্যাচের ভাগ্য এর চেয়েও বেশি দায়িত্ব।

আরআই/এএল
আর্কাইভ