• ঢাকা শুক্রবার
    ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে ব্রিফকেসে অর্থমন্ত্রীর বাজেট

প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৭:০৬ পিএম

যে কারণে ব্রিফকেসে অর্থমন্ত্রীর বাজেট

সিটি নিউজ ডেস্ক

মিটিমিটি হাসি নিয়ে ব্রিফকেস হাতে গাড়ি থেকে নামেন অর্থমন্ত্রী। দীর্ঘ কয়েক যুগ ধরে বিশ্বের সব দেশে বাজেটের দিন এক দৃশ্যের পুনরাবৃত্তি হয়। এই ব্রিফকেসে থাকে কোটি কোটি টাকা, তবে মুদ্রায় নয়, ছাপানো বক্তৃতায়। সংসদে ঢুকে সেই টাকার অংকের ভাষণ দেন অর্থমন্ত্রী। দেশে দেশে অর্থমন্ত্রীদের এই ব্রিফকেসের রীতি কবে থেকে শুরু হয়েছিল। তা জানার কৌতূহল হয়।

বইটিতে ব্রিফকেস ব্যবহারের আরেকটি কারণ উল্লেখ করা হয়। সেটি হচ্ছে, বাজেটে কোন কর বাড়বে বা কোন কর কমবে, তার গোপনীয়তা বজায় রাখা অপরিহার্য। ব্রিফকেসের ভেতরে থাকা বাজেটের কোনো তথ্য জেনে ব্যবসায়ীরা রাতারাতি তার ব্যবহার করতে পারেন। তাই প্রস্তাবগুলো গোপন রাখার স্বার্থে ব্রিফকেসে করে আনা হয়।

জানা যায়, ১৮ দশক থেকে বাজেট ব্রিফকেসের এই রীতি শুরু হয়। প্রথম শুরু হয় যুক্তরাজ্য থেকে। ১৮৬০ সালে ব্রিটেনের বাজেটপ্রধান উইলিয়াম ই গ্ল্যাডস্টোন ‘লাল একটি স্যুটকেসে’ করে বাজেট সংক্রান্ত নথি নিয়ে আসেন। সেই স্যুটকেসের ওপর স্বর্ণ দিয়ে রানির মুখের আদলের ছাপ দেওয়া ছিল। পরবর্তীতে এ ব্যাগ বহু সরকারের আমলে ব্যবহার করা হয়।

প্রথা অনুযায়ী ‘লাল ব্রিফকেস’ হাতে বাজেট পেশ করতে সংসদে ঢোকেন অর্থমন্ত্রী। তবে এই রহস্যময় ব্রিফকেসের রং সব সময় লাল ছিল না, অনেক সময় তা বদলেছে। তবে রং যাই হোক না কেন, এই ব্রিফকেসকে বাজেটের প্রতীক হিসেবে ধরা হয়।

আরআই
আর্কাইভ