• ঢাকা শনিবার
    ১৮ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

প্রকাশিত: জুন ২, ২০২২, ১১:৩৫ পিএম

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

রংপুর ব্যুরো

রংপুরের কাউনিয়ায় বৈদ্যুতিক ফ্যান চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিশাত হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত নিশাত হোসেন ওই গ্রামের খোরশেদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, নিশাত বাড়ির উঠানেখাঁচা ফ্যান (এক ধরনের ছোট ফ্যান) শরীরের কাছে নিয়ে চালু করে। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের লিকেজ তারে জড়িয়ে পড়ে। ছেলেকে দেখে মা রেহেনা বেগম দ্রুত ঘরে গিয়ে ফ্যানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ততক্ষণে মারা যায় কিশোর নিশাত।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের ভাষ্য ও হাসপাতালের ছাড়পত্র মতে, ওই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

কেটি/এইচএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ