• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলকাতা ইডেন গার্ডেনে কালবৈশাখীর তাণ্ডব

প্রকাশিত: মে ২৩, ২০২২, ১২:০৬ এএম

কলকাতা ইডেন গার্ডেনে কালবৈশাখীর তাণ্ডব

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি গুছিয়ে এনেছিল বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। তবে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অন্যতম সেরা এ ভেন্যুটি।

যদিও ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে রাখা হয়েছিল। তবে কালবৈশাখীর দাপটে ঢেকে রাখা অংশের অনেকটাই উড়ে যায়। ভেঙ্গে যায় প্রেস বক্সের তিনটি কাচের দেয়াল। তবে আইপিএল প্লে অফ ম্যাচের আগে সব ঠিক হয়ে যাবে বলে আশাবাদী সিএবি কর্মকর্তারা।

বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া বলেন, 'ম্যাচের এখনো কয়েক দিন বাকি। ঝড়ের কোনো প্রভাব পড়ার কথা নয়।'

ইডেনে একটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ মে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। একদিন পর এলিমিনেটরের লড়াই হবে লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে।

জেডআই/

আর্কাইভ